৪০০ রান
আইসিসি বিশ্বকাপ ২০২৩: ক্লাসেন ও জ্যানসেনের জুটিতে ইংল্যান্ডকে ৪০০ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা
হেনরিখ ক্লাসেনের ৬৭ বলে ১০৯ রানের পাশাপাশি মার্কো জ্যানসেনের ৪২ বলে ৭৫ রানের সুবাদে শনিবার মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
এদিকে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কুইন্টন ডি কককে চার রানে আউট করে প্রথম ওভারে ইংলিশরা প্রথম উইকেট পেলেও তা বিপজ্জনক লক্ষণ হিসেবে প্রমাণিত হয়।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: বাংলাদেশকে গুড়িয়ে দিল ভারত
দ্বিতীয় উইকেটে ১২১ রানের জুটি গড়েন রিজা হেনড্রিকস ও রাসি ভ্যান ডার ডুসেন। দুসেনকে ফিরিয়ে তাদের এই অবস্থান ভেঙে দেন আদিল রশিদ।
অধিনায়ক হিসেবে এইডেন মার্করাম ৪৪ বলে ৪২ রান করলেও ডেভিড মিলার ৫ রান করে দ্রুত বিদায় নেন।
এরপর ক্লাসেন ও জ্যানসেনের বিধ্বংসী জুটি ৭৭ বলে ১৫১ রান তোলে। ক্লাসেনের ৩৬ বলে ৬৯ রান এবং জ্যানসেনের ৪১ বলে ৭৪ রান গুরুত্বপূর্ণ অবদান রাখে।
গুস অ্যাটকিনসনের দেওয়া শেষ ওভারে দুই উইকেট হারিয়ে শেষ দুই ওভারে ৩১ রান যোগ করে তারা।
ইংল্যান্ডের হয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন রিস টপলি এবং দুটি করে উইকেট নেন অ্যাটকিন ও রশিদ।
বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানের বেশি রান করতে পারেনি ইংল্যান্ড।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে নেদারল্যান্ডস
আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানকে বিশাল রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া
১ বছর আগে