টেক্সাইল ট্যালেন্ট
ঢাকায় টেক্সাইল ট্যালেন্ট হান্ট ৮.০ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
টেক্সটাইল টুডে ইনোভেশন হাব ১০১ জন সম্ভাব্য উদ্ভাবনী মাস্টারমাইন্ড নির্বাচন করতে 'টিটিএইচ ৮.০ জাতীয় সম্মেলন-প্রতিযোগিতা দিবস' অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবির কাউন্সিল হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২ আগস্ট রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্ট্রো ও পাওয়ার্ড বাই আর্করোমার উপস্থাপনায় টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) ২০২৩-২৪ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সম্মেলনে সারা দেশের প্রায় ২৫টি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিডিও অডিশন, ইনোভেটিভ আইডিয়া অডিশন ও এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রায় ২৫০ জন শিক্ষার্থীর মধ্য থেকে ১০১ জনকে জাতীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়।
আরও পড়ুন: র্যাংকিংয়ে স্থান পেতে গবেষণায় যথার্থ পরিকল্পনা প্রয়োজন: ইউজিসি
অনুষ্ঠানে শ্রেষ্ঠ ২৫ জনকে ১ লাখ ২৫ হাজার করে টাকা পুরস্কার প্রদান করা হয়। এর আগে সারা দেশ থেকে ৩০টিরও বেশি ক্যাম্পাসে টিটিএইচ ক্যাম্পাস ড্রাইভ ও সেমিনারে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করে।
১০১ টি ইনোভেশন মাস্টারমাইন্ডের মধ্যে পাঁচটি জোন থেকে পাঁচটি চ্যাম্পিয়ন হলেন- বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এন এম আজিজুর রহমান; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খালিদ জামান মুমিত; আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবির হোসেন; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আসিফ এবং নোয়াখালীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মোহাম্মদ ইব্রাহিম।
টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের মহাব্যবস্থাপক ইউসুপ নোভি বাবলু পরিচালিত 'ট্রান্সফরমেশন টু ইনোভেশন' সেশনে অংশগ্রহণের জন্য সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।
প্রকল্পটি শেষ হলে নির্বাচিত ১০১ জনকে ইনোভেশন ব্ল্যাক বেল্ট প্রদান করা হবে। ইনোভেশন ব্ল্যাক বেল্ট টেক্সটাইল এবং পোশাক শিল্পের জন্য টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের একটি এক্সক্লুসিভ উদ্যোগ যা টেক্সটাইল শিল্পের বিভিন্ন নির্দিষ্ট ক্ষেত্রে ২৫৬ ঘন্টাব্যাপী ফ্যাক্টরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং বাস্তব হাতে-কলমে সমস্যা সমাধানের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে সহায়তা করে।
এই ইনোভেশন মাস্টারমাইন্ডদের উন্নয়নে মোট ৪৯ লাখ টাকার প্রশিক্ষণ, গবেষণা ও পুরস্কার তহবিল ঘোষণা করা হয়েছে।
ফতুল্লা ডায়িং অ্যান্ড ক্যালেন্ডারিং মিলস লিমিটেডের পরিচালক মিনহাজুল হক বলেন, শিল্পকে চাহিদার নির্ভুলতা জানতে হবে। গুণমান নিশ্চিত করা অপরিহার্য এবং পেশাদারদের সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৮২ শিক্ষার্থী পাচ্ছেন জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি ফেলোশিপ
সকল অংশগ্রহণকারী এবং বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল কলেজের সেরা ২৫ জনকে ধন্যবাদ জানিয়ে ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান সিআইপি বলেন, 'আপনাদের নেতৃত্বে আমাদের ১০ হাজার কোটি ডলারের লক্ষ্য মাত্রা অর্জিত হবে। সাম্প্রতিক বছরগুলোতে, আমাদের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে - যা শিল্পকে ব্যাপকভাবে সহায়তা করছে।
তিনি বলেন, ‘টেক্সটাইল প্রকৌশলী ও এ খাত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তুলছে। আপনাকে শিল্পের ভবিষ্যত নেতা হতে হবে। অতীত ছিল উৎপাদন কেন্দ্রিক। কিন্তু এটা টেকসই, উদ্ভাবন। নেতা তৈরির এই উদ্যোগটি টিটিএইচ। আমি টিটি টিমের কাছে কৃতজ্ঞ। উদ্ভাবন ছাড়া আমাদের শিল্প বিকল হয়ে পড়বে। তাই আমি মনে করি এই জাতীয় সম্মেলন একটি পার্থক্য তৈরি করবে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের জিএম ইউসুপ নভি বাবলু।
টিটিএইচ ৮ম সিজনের অন্যান্য স্পন্সররা হলেন- প্লাটিনাম স্পন্সর ডাইসিন গ্রুপ এবং জে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড; প্রাইজ মানি স্পন্সর আপনা অর্গানিকস প্রাইভেট লিমিটেড; স্পন্সর হিসেবে থাকছে সামিত ডাই কেম ও সূতা ঘর কালার হাউজ। কোয়ালিটি পার্টনার এসজিএস বাংলাদেশ লিমিটেড এবংনেটওয়ার্কিং পার্টনার হলো টেক্সমেটা।
আরও পড়ুন: নটরডেম ইউনিভার্সিটির সিএসই ফেস্টের আইডিয়াথনে চ্যাম্পিয়ন বিডিইউ
১ বছর আগে