সাবেক মেয়র জাহাঙ্গীর
সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমা করল আওয়ামী লীগ
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলে তাকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সই করা ওই চিঠিতে বলা হয়, ভবিষ্যতে কোনো ধরনের আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে ক্ষমা চাওয়া আবেদনকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
দলীয় নীতিমালা অনুযায়ী আপনাকেও (জাহাঙ্গীর আলম) ক্ষমা করা হয়েছে।
আরও পড়ুন: এবার পঞ্চগড়ে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা
এতে বলা হয়, তবে ভবিষ্যতে মতাদর্শবিরোধী বা সংগঠনবিরোধী যেকোনো কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।
এর আগে ২০২১ সালের নভেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মানহানি মামলা স্থগিত
১ বছর আগে