বুদ্ধিস্ট ফেডারেশন
২৮ অক্টোবর সব রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ বুদ্ধিস্ট ফেডারেশনের
আগামী ২৮ অক্টোবর বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। ওইদিন বিএনপিসহ সকল রাজনৈতিক দলের কর্মসূচির তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।
রবিবার (২২ অক্টোবর)ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়, তিন মাস বর্ষাব্রত অধিষ্ঠানের পর বৌদ্ধরা প্রবারণা উৎসবে মেতে উঠে। এই দিনের বিশেষ আকর্ষণ আকাশে রঙিন ফানুস উড়। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: মানবসেবায় এগিয়ে আসায় ওয়ার্ল্ড বুদ্ধিস্ট মিশনকে স্পিকারের ধন্যবাদ
আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূণিমা পর্যন্ত তিন মাসকে বৌদ্ধরা বর্ষাবাস হিসেবে পালন করে থাকেন। বলা যায়- বর্ষাঋতু উদযাপন করেন। শুভ আষাঢ়ি পূর্ণিমা দিনে শুরু হওয়া বর্ষাব্রত শেষ হয় শুভ আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমার মাধ্যমে।
এদিন আগামী ২৮ অক্টোবর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথের এক বিবৃতিতে বলেন, বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবের দিন বিভিন্ন রাজনৈতিক দলের মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণার কারণে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন দূর-দূরান্ত থেকে বৌদ্ধ বিহারে উৎসবে অংশ নিতে নানা বাঁধা-বিঘ্নের সম্মুখীন হবে।
তাই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা ধর্মীয় উৎসবের দিনে সকল রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিশেষ অনুরোধ করা গেল।
আরও পড়ুন: খালের আধুনিকায়নে ডিএনসিসির সঙ্গে কাজ করবে বাংলাদেশ নৌবাহিনী
বাংলাদেশে সবাই সমান ধর্মীয় অধিকার ভোগ করে: প্রধানমন্ত্রী
১ বছর আগে