মোটরসাইকেল নিয়ন্ত্রণ
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ২ যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পারলক্ষীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের সেন্টু মিয়ার ছেলের খালিদ হোসেন (১৮) ও একই গ্রামের আরিফুল ইসলামের ছেলে তামিম হোসেন (১৮)। আহত সজিব আলী (১৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে কুষ্টিয়ায় একটি কনসার্টে গিয়েছিলেন ওই ৩ যুবক। পরে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় পারলক্ষীপুর গ্রামে পৌঁছালে তাদের মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই মারা যান খালিদ ও তামিম। গুরুতর আহত হন সজিব। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
৭ মাস আগে
যশোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
যশোরের কেশবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া-চুকনগর ভায়া কলাগাছি সড়কের সুফলাকাটি ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নুরুন্নবী (৩২)। এ ঘটনায় বিজয় রায় (৩২) নামে অপর এক যুবক আহত হয়েছেন।
নুরুন্নবী যশোর সদর উপজেলার কুয়াদা কামালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং আহত বিজয় রায় একই গ্রামের কার্তিক রায়ের ছেলে। তারা দুজন বন্ধু ছিলেন।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
আহত বিজয় রায় জানান, তার বন্ধু নুরুন্নবীকে নিয়ে বিজয় রায় কেশবপুরে বিভিন্ন পূজা মণ্ডপে পূজা দেখতে আসেন। সারাদিন পূজা মণ্ডপ ঘুরে রাতে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় নোয়াপাড়া-চুকনগর ভায়া কলাগাছি সড়কের সুফলাকাটি ব্রিজে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলে নুরুন্নবী নিহত হন।
স্থানীয়রা বিজয় রায়কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বোচাগঞ্জে ট্রাকচাপায় খালা ও ভাগ্নের মৃত্যু
১ বছর আগে