এএফসি কাপ
এএফসি কাপ: অবশেষে কলকাতার উদ্দেশে রওনা দিলো বসুন্ধরা কিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সোমবার সকালে এএফসি কাপে অংশ নিতে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছে।
কলকাতাভিত্তিক মোহনবাগান ক্লাবের বিপক্ষে খেলতে সোমবার দুপুরে ভুবনেশ্বরের ম্যাচ ভেন্যুর উদ্দেশে কলকাতা ছাড়বে কিংস।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ: মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশকে এগিয়ে নিলেন সাদ
এএফসি কাপের ‘ডি’ গ্রুপে ঢাকা ও কলকাতার মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।
এর আগে রবিবার বসুন্ধরা কিংস এক বিবৃতিতে জানায়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কাছ থেকে সময়মতো ভারতীয় ভিসা পাওয়ার জন্য যথাযথ সহযোগিতা ও সহায়তার অভাবে তারা কলকাতার মোহনবাগান ক্লাবের বিপক্ষে এএফসি কাপের ম্যাচটি খেলতে পারবে না।
বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শেখ গণমাধ্যমকে জানান, রবিবার (২২ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত তাদের দল (কিংস) ভারতীয় ভিসা পায়নি।
এর আগে শনিবার (২১ অক্টোবর) এএফসি প্রতিযোগিতা কমিটিকে লেখা এক চিঠিতে ভারতীয় ভিসা নিয়ে নিজেদের ভোগান্তির বিস্তারিত জানায় কিংস।
বিশাল অনিশ্চয়তা ও নাটকীয়তার পর অবশেষে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচের জন্য প্রয়োজনীয় ভারতীয় ভিসা পাওয়ায় কিংসের জটিলতার সমাধান হয়েছে।
এর আগে এএফসি কাপের ‘ডি’ গ্রুপে ভারতের ওড়িশা এফসি, মোহনবাগান ক্লাব এবং মালদ্বীপের মাজিয়া এসআরসি'র সঙ্গে ছিল বসুন্ধরা কিংস।
চলমান এএফসি কাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে কিংস। ঢাকায় ঘরের মাঠে ওড়িশা এফসিকে ৩-২ গোলে এবং মালেতে মাজিয়ার কাছে হেরেছিল তারা।
আরও পড়ুন: ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এখন ঢাকায়
মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
১ বছর আগে