কিশোরগঞ্জ ট্রেন দুর্ঘটনা
কিশোরগঞ্জ ট্রেন দুর্ঘটনা: ফায়ার সার্ভিসের আরেকটি তদন্ত কমিটি গঠন
সোমবার বিকালে কিশোরগঞ্জে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (সদস্য সচিব) মো. মাসুদ সরদার; নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (সদস্য) মোহাম্মদ আবুল কালাম আজাদ; কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (সদস্য) মো. এনামুল হক এবং ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের (সদস্য) স্টেশন অফিসার মো. আজিজুল হক।
আরও পড়ুন: কিশোরগঞ্জে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭
এর আগে সোমবার রাতে ট্রেন দুর্ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়।
সোমবার কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেনের দুটি বগিতে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিকাল ৩টা ৫০ মিনিটে কার্গো ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্ধুর ‘গোধূলী এক্সপ্রেস’কে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে যাত্রীবাহী ট্রেনটি বাইরের লাইনে দাঁড়িয়ে ছিল।
দুর্ঘটনায় উল্টে যাওয়া তিনটি বগি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর আজ ভোর সাড়ে ৩টায় উদ্ধার অভিযান শেষ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে শোক পালন করছে বাংলাদেশ
১ বছর আগে