দ্রব্যমূল্যে
‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উচ্চ মূদ্রাস্ফীতির কারণে সামাজিক-অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ছে’
কোভিড-১৯ মহামারি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উচ্চ মূদ্রাস্ফীতির কারণে সামাজিক-অর্থনৈতিক অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে কোভিড-১৯ পরবর্তী সময়ে দরিদ্রদের অনিশ্চয়তা, অপর্যাপ্ত সাহায্যপ্রাপ্তি ও এলাকাভিত্তিক বৈষম্যের উপর আয়োজিত একটি কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
তারা বলেন, এই ধরনের সংকটের প্রভাব মোকাবিলা করতে এবং পরিবারগুলোকে অনিশ্চয়তা থেকে রক্ষা করতে সামাজিক সুরক্ষা অত্যাবশ্যক। শহর অঞ্চলে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসর বাড়ানো, শহরের নিম্ন আয়ের এলাকার বাসিন্দাদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ, সহায়তার মর্যাদাপূর্ণ বিতরণ নিশ্চিত করা ও সমন্বিত নীতির উদ্যোগ নেওয়ার মতো সুপারিশও উঠে আসে আলোচনায়।
আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ক্ষমতাবাজী বন্ধ এবং বৈষম্যের অবসান করতে হবে: ইনু
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, উচ্চ মাত্রার দারিদ্র্যের যে স্থায়িত্ব, তা শুধু কোভিড-১৯-এর কারণে নয়। মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপের কারণেও দারিদ্র্য বিদ্যমান।
“পোভার্টি ট্রানজিশানস অ্যান্ড সোশ্যাল প্রটেকশন: এক্সপেরিয়েন্স অব অ্যান্ড অ্যাটিটিউডস টুওয়ার্ডস আরবান পোভার্টি” শিরোনামে কর্মশালাটির আয়োজন করে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভলপমেন্ট (বিআইজিডি), ব্র্যাক ইউনিভার্সিটি।
কর্মশালায় যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের কোভিড-১৯ লার্নিং, এভিডেন্স অ্যান্ড রিসার্চ প্রোগ্রামের আওতায় করা একটি গবেষণার ফলাফল ও সুপারিশসমূহ তুলে ধরা হয়।
কোভিড-১৯ চলাকালীন বিআইজিডি-পিপিআরসি যে গবেষণা করেছিল, গবেষণাটিতে সেখানকার তথ্য ব্যবহার করা হয়েছে। পরে এই গবেষণার অংশ হিসেবে ২০২৩ সালের মার্চ মাসে ঢাকার কল্যাণপুর ও চট্টগ্রামের শান্তিনগর থেকে গবেষকরা আরও বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। নিম্ন-আয়ের এলাকায় বসবাসরত বাসিন্দাদের উচ্চ মাত্রার অনিশ্চয়তা, মানসিক স্বাস্থ্যের উপর দারিদ্র্যের প্রভাব, বৈষম্যের অভিজ্ঞতা এবং অপর্যাপ্ত সামাজিক সুরক্ষা সহায়তার মতো বিষয়গুলো এ গবেষণায় তুলে ধরা হয়।
প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. কিটি রোয়েলিন কর্মশালায় গবেষণার ফলাফল উপস্থাপন করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন- বিআইজিডির উপদেষ্টা এনএম জিয়াউল আলম, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের যুগ্ম প্রধান ড. মুনিরা বেগম, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী।
আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সু-সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
১ বছর আগে