সেলার সামিট-২০২৩
সেলার ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে দারাজ সেলার সামিট-২০২৩
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ১৮০০ টিরও বেশি ই-কমার্স বিক্রেতা ও ব্র্যান্ড পার্টনারদের নিয়ে সম্প্রতি আয়োজন করেছে দারাজ সেলার সামিট ২০২৩।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে নানা কার্যক্রমের মাধ্যমে তুলে ধরা হয় বৃহত্তম এই ই-কমার্স প্রতিষ্ঠানের 'গ্র্যান্ড ভিশন'।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
অনুষ্ঠানে তিনি ই-কমার্স খাতের ব্যাপক সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি দারাজের ভূমিকার প্রশংসা করেন।
আরও পড়ুন: বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ নিয়ে আসছে দারাজ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সৈয়দ মোস্তাহিদল হক, ব্যবস্থাপনা পরিচালক, দারাজ বাংলাদেশ; লু ইয়াও, চিফ কমার্শিয়াল অফিসার, দারাজ গ্রুপ; এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার, খন্দকার তাসফিন আলম, চিফ অপারেটিং অফিসার; তালাত রহিম, চিফ মার্কেটিং অফিসার; ফারহানা রফিকুজ্জামান, চিফ কাস্টমার অফিসার; আব্দুর রউফ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার; কামরুল হাসান, কমার্শিয়াল ডিরেক্টর এবং দারাজ বাংলাদেশের অন্যান্য প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রাণবন্ত আলোচনার সঙ্গে বহুল প্রতীক্ষিত বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ এবং প্ল্যাটফর্মের বিক্রয় বাড়ানোর বিস্তৃত উপায় সহ আরও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও, দারাজ সেলারদের স্বীকৃত এবং অনুপ্রাণিত করতে ৭টি ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
আরও পড়ুন: দারাজ এর ‘৯-এর উল্লাস’ ক্যাম্পেইন শুরু
৯-এর উল্লাসে দারাজ বাংলাদেশ
১ বছর আগে