মাসব্যাপী
ময়মনসিংহে শুরু হলো মাসব্যাপী ‘সিটি তাঁত বস্ত্র মেলা’
ময়মনসিংহে শুরু হয়েছে ‘সিটি তাঁত বস্ত্র মেলা’। মঙ্গলবার (২৪ অক্টোবর) ব্রহ্মপুত্র নদের তীর ঘেষে কাঁচারী ঘাট বাণিজ্য মেলার মাঠে মেলাটি শুরু হয়। আগামী এক মাস পর্যন্ত চলবে।
এদিকে মেলায় প্রবেশের পর পরই দেখা যাবে কৃত্রিম ফোয়ারা। যা মেলার সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। এ ছাড়া মেলার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার নজর কাড়বে মেলায় আসা যেকোনো দর্শণার্থীর। অন্যদিকে, তাঁত বস্ত্রের দোকানের পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে- বিভিন্ন রকমের জিনিসপত্র, কসমেটিকস, ছেলেদের পোশাক, মাটির শিল্পকর্ম ও খাবারের দোকান। প্রায় ৮০টির মতো স্টল নিয়ে সেজেছে এই মেলা। ছোট-বড় সবার বিনোদনের জন্য ছিল নানান ধরনের রাইড ও খেলাধুলার আয়োজন।
আরও পড়ুন: কক্সবাজারে সপ্তাহব্যাপী বিচ কার্নিভাল ও পর্যটন মেলা শুরু আজ
বিনোদনের জন্য আরও রয়েছে- নাগর-দোলা, সুপার চেয়ার, মেরি ঘোড়া, মিনি রেলগাড়ি, ড্রাগন রাইড, দোলন নৌকা, ভূতের বাড়ি, বন্দুক দিয়ে বেলুন ফুটানো, যাদু খেলা, ট্রাম্পলিন, ড্রাগন রাইড আরও কত কী! শিশুদের জন্য প্রধান আকর্ষণ হিসেবে ছিল ভ্রাম্যমাণ সিরাজগঞ্জ যমুনা শিশু পার্ক ও ভূতের বাড়ি। সব কয়টি রাইডেই মেলায় আসা ছোট থেকে বড় দর্শনার্থীরই উপচে পড়া ভিড়।
এদিকে সন্ধ্যা থেকে মেলায় ভিড় বাড়তে থাকে। মেলার স্টলগুলোর মধ্যে সবচেয়ে ভিড় লক্ষ করা গিয়েছে নারীদের কসমেটিকসের দোকানগুলোতে। সব বয়সের নারী কাস্টমারদের ভিড়ে ব্যস্ত সময় পার করেছেন কসমেটিকস দোকানের মালিকেরা। এ ছাড়া মেলায় উঠা বিভিন্ন তাঁত বস্ত্রের দোকান ঘুরে দেখেছেন অনেক নারী দর্শনার্থী।
মেলা মানেই ভোজন রসিকদের জন্য বিশাল আয়োজন। শাহী জিলাপির দোকানে গরম গরম জিলাপির স্বাদ ও গন্ধে ভিড় যেন বেড়েই চলেছে।
এ ছাড়া ছিলো বিভিন্ন বাহারী আইটেমের মিষ্টান্ন। অস্থির গোলার স্টলে ভিন্ন স্টাইলের প্রায় দুইশ স্বাদের বরফের গোলা পাওয়া যায়।
এ ছাড়া চিংড়ি ভাজা, রোলার আইসক্রিম, মোগলাই, চিকেন ফ্রাই, বিভিন্ন স্বাদের আচার, শাহী পানসহ আরও অনেক কিছুর আয়োজন ছিল মেলায় আসা ভোজন রসিকদের জন্য।
আরও পড়ুন: চট্টগ্রামে শারদ মেলা সিজন-১২ শুরু
সুন্দরগঞ্জে বউ-শাশুড়ির মেলা
১ বছর আগে