আটক ৩০
নরসিংদী রেলস্টেশনে বিএনপির সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত, আটক ৩০
নরসিংদীতে বিএনপির সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে বলেও জানানো হয়।
শনিবার (২৮ অক্টোবর) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কর্মসূচিতে অংশ নিতে রেলস্টেশন থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র নয়াপল্টন
ঢাকাগামী তিতাস কমিউটার, আন্তনগর এগারসিন্দুর ট্রেনে তল্লাশি চালিয়ে এবং স্টেশন এলাকা থেকে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, নরসিংদী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক নূরুজ্জামান, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, জেলা জিয়া মঞ্চের সভাপতি ও সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ ৩০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মী নাশকতা করার উদ্দেশ্যে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ তাদের প্রতিহত করতে ও জনগণের জানমাল রক্ষার্থে গুলি ছুড়ে।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানান, বিএনপির শতাধিক কর্মী ট্রেনে উঠতে না পেরে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে। এতে তিন পুলিশ সদস্য পাথরের ঘাতে আহত হন।
তিনি আরও জানান, পরে ৩৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩০ জনকে আটক করে। আটকদের যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।
আরও পড়ুন: রাজধানীর কাকরাইলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতা-কর্মীরা: ডিবি
বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১ পুলিশ নিহত, ৪০ জনের বেশি আহত
১ বছর আগে