৩ উইকেট পতন
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাটিংয়ের শুরুতেই ৩ উইকেটের পতন বাংলাদেশের
২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে টানা চার পরাজয়ের পর নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রথমে বোলিং করতে নেমে নেদারল্যান্ডসকে ২২৯ রানে থামিয়েছে বাংলাদেশ। শনিবার (২৮ অক্টোবর) কলকাতায় খেলাটি অনুষ্ঠিত হয়।
এদিকে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া নেদারল্যান্ডস দ্রুত দুই উইকেট হারায়।
তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম প্রথম তিন ওভারে একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইংল্যান্ডের টানা তৃতীয় হার, আধিপত্য শ্রীলঙ্কার
তবে এরপর নেদারল্যান্ডস শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। তৃতীয় উইকেট জুটিতে তারা ৫৯ রানের জুটি গড়ে। ওয়েসলি ব্যারেসি ৪১ ও কলিন অ্যাকারম্যান ১৫ রান করেন।
ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস তাদের ব্যাটিং প্রচেষ্টার নেতৃত্ব দেন। তিনি ৮৯ বলে ৬৮ রান করেন এবং সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩৫ রান করেন।
ইনিংসের শেষ ওভারে মেহেদী হাসান ১৭ রান দেন। তিনি যদি এতগুলো রান না দিতেন, তাহলে নেদারল্যান্ডসকে কম রানে আটকে রাখতে পারত বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ১০ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। এ ছাড়া শরিফুল, তাসকিন ও মেহেদী নেন দুটি করে উইকেট।
নাসুম আহমেদ ও হাসান মাহমুদের পরিবর্তে তাসকিন ও মেহেদীকে দলে নিয়ে এসেছে বাংলাদেশ।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসও জিতেছে মাত্র একটি ম্যাচে।
এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের বিশ্বকাপের পরবর্তী পর্বে খেলার সম্ভাবনাকে বাঁচিয়ে রাখবে। তবে পরাজিত হলে পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ হারানোর আশঙ্কায় বেশি।
এদিকে বাংলাদেশের ব্যাটিংয়ের সূচনাও খুব আশা জাগানিয়া নয়। ইনিংসের পঞ্চম ওভারে আরিয়ান দত্তের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি লিটন দাস। তবে বল তার গ্লাভসে লেগে উপরে উঠে গেলে সহজেই তা লুফে নেন উইকেটকিপার স্কট অ্যাডওয়ার্ডস। লিটন দাস আউট হয়েছেন ৩ রানে।
পরের ওভারে আউট হয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। লোগান ভ্যান বিকের গুড লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে অ্যাডওয়ার্ডসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন। তরুণ এই বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ১৫ রানে।
অপরদিকে ১৮ বল খেলে ৯ রান করে আউট হন শান্ত।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ৬২ রানে হারিয়েছে ৩ উইকেট।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে বাঘিনীদের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ
১ বছর আগে