ভারপ্রাপ্ত আমীর
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না: জামায়াতের ভারপ্রাপ্ত আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে রাজধানীর মতিঝিলের কাছে আরামবাগে জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামী পূর্বানুমতি না থাকা সত্ত্বেও মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করতে অনড় ছিল। তবে পুলিশের ব্যারিকেডের কারণে শাপলা চত্বরে যেতে পারেননি দলের নেতা-কর্মীরা। এদিকে নটরডেম কলেজের সামনে থেকে দুপুর দুইটা ২০ মিনিটে র্যালিটি শুরু হয়।
জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করেছে।
তিনি আরও বলেন, ২৮ অক্টোবর ছিল জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের পিটিয়ে হত্যার দিন।
তিনি বলেন, ‘আমরা প্রতিশোধ নিতে চাই। কিন্তু হত্যা করে নয়। বরং আমরা কুরআন ও সুন্নাহর আইন প্রয়োগ করে প্রতিশোধ নেব।’
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি দাবি করেন, শনিবারের সমাবেশে যাওয়ার পথে দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জামায়াতের আমীরসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি জানান।
আরও পড়ুন: বগুড়ায় জামায়াত ও ছাত্রশিবিরের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
জামায়াতের নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেডের কারণে আরামবাগ এলাকা পার হতে পারেননি। কিন্তু তারা আরামবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে দেয়।
সভায় সভাপতিত্ব করেন- ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর নুরুল ইসলাম।
সমাবেশের সমাপ্তি ঘোষণা করে তিনি নেতা-কর্মীদের শাহজাহানপুর হয়ে কমলাপুর ত্যাগের নির্দেশ দেন।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: জামায়াতে ইসলামীর কর্মসূচিতে নিষেধাজ্ঞা ও আদালত অবমাননার অভিযোগের শুনানি ৬ নভেম্বর
১ বছর আগে