মাবরুর রশিদ বান্নাহ
বারবার একটা কথাই বুকে গিয়ে বিঁধছে: বান্নাহ
জনপ্রিয় পরিচালক মাবরুর রশিদ বান্নাহ’র মা আর নেই। রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় ঢাকার কাজী পাড়ার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
খবরটি পরিচালক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।
জানা যায়, গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে তার মাকে দাফন করা হয়।
মায়ের মৃত্যুর খবর জানানোর পর তার সঙ্গে একটি ছবি প্রকাশ করে মাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বান্নাহ।ছবিতে মা-বাবার সঙ্গে দেখা যাচ্ছে ছোট্ট বান্নাহ ও তার ছোট ভাইকে।
আরও পড়ুন: বান্নাহ’র মিষ্টি প্রেমের গল্পে শ্রাবণ্য-আরশ
বান্নাহ তার পোস্টে লিখেছেন, ‘‘আম্মুর জীবন শুধুই আবর্তিত হতো আমার বাবা আর আমাদের তিনটা ভাইকে ঘিরেই। বাদ বাকি পৃথিবীর অন্য যে কোনো বিষয় আম্মুর কাছে ছিল অত্যন্ত গৌণ। এই ছবিটা ১৯৯৭ সালে তোলা, তার দু’বছর পরই আম্মুর কোল আলো করে এসেছিল আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্যটি।’’
এই পরিচালক আরও লেখেন, ‘‘বারবার একটা কথাই বুকে গিয়ে বিঁধছে, আম্মুকে শেষ একটা বার বলতে পারলাম না, ‘আম্মু, তোমাকে অনেক বেশি ভালোবাসি’। আম্মু আজ আমার গাড়িতে করে বাড়িতে যাচ্ছেন না, ফিরছেন তার জন্য আলাদা গাড়িতে। আম্মু, এমন তো কোনদিনও হয়নি। আম্মু, আজ গ্রামের বাড়িতে ফেরার পথ এত দীর্ঘ লাগছে কেন!’’
আরও পড়ুন: বান্নাহর নতুন ধারাবাহিক ‘ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রিলোডেড’
অনেকবার বাধার মুখে পড়েছি কিন্তু হাল ছাড়িনি: বান্নাহ
১ বছর আগে