ডক্টর অব লজ
বঙ্গবন্ধুকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশেষ সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিয়েছে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশেষ সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ ছাড়া বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১ জানুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রবিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় বিশেষ সমাবর্তন অনুষ্ঠানটি শুরু করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবর্তন শুরু হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত অনুসরণ করা হয়।
পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে জাতির স্বাধীনতা ও যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রবিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা ৫৭ মিনিটে বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রিতে ভূষিত করেন।
বঙ্গবন্ধুর পক্ষে এ ডিগ্রি ও স্মারকলিপি গ্রহণ করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বঙ্গবন্ধুর পক্ষে এ সনদ বুঝে পাওয়ার জন্য সই করেন তিনি।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাইকার সেমিনার অনুষ্ঠিত
দুই বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘হাজারো কণ্ঠে দেশগান’
১ বছর আগে