শ্রমিক লীগকর্মী
লালমনিরহাটে বিএনপির হামলায় শ্রমিক লীগকর্মী নিহত
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে দেশব্যাপী হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মীদের হামলায় শ্রমিক লীগের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে অটোরিকশা উল্টে চালক নিহত, আহত ৫
নিহত জাহাঙ্গীর হোসেন গোকুন্ডা উপজেলা শ্রমিক লীগের কর্মী ও একই এলাকার আজিজার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকালে দিনব্যাপী হরতালের বিরুদ্ধে মিছিল বের করে। মিছিলটি বুড়িরবাজার মসজিদ এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে বিএনপির কয়েকজন নেতা-কর্মী পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে বিএনপির কয়েকজন নেতা-কর্মী জাহাঙ্গীরকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, জাহাঙ্গীরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আওয়ামী লীগের দুই নেতা-কর্মী আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান ওসি।
আরও পড়ুন: ডেমরায় বাসে আগুন, ঘুমন্ত চালকের সহকারী নিহত
নয়াপল্টনে সহিংসতায় যুবদল নেতা নিহত, বিএনপির এক হাজারের বেশি নেতা-কর্মী আহত: ফখরুল
১ বছর আগে