১ লাখ ৪৮ হাজার টাকা
বঙ্গবন্ধু টানেল: ৭ ঘণ্টায় ১ লাখ ৪৮ হাজার টাকা টোল আদায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল রবিবার (২৯ অক্টোবর) খুলে দেওয়ার পর থেকে কর্ণফুলী নদীর তলদেশে টানেল দিয়ে চলাচলকারী ৪৯৮টি যানবাহন থেকে সাত ঘণ্টায় ১ লাখ ৪৮ হাজার টাকা টোল আদায় করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
টোল ম্যানেজার বেলায়েত হোসেন জানান, টানেল খোলার পর থেকে ৪৯৮টি যানবাহন চলাচল করেছে। রবিবার দুপুর ১টা পর্যন্ত মোট আদায় হয়েছে ১ লাখ ৪৮ হাজার ২০০ টাকা।
রবিবার সকাল ৬টায় সুড়ঙ্গটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
আরও পড়ুন: পদ্মা সেতু: দ্বিতীয় দিনে ১ কোটি ৯৭ লাখ টাকার টোল আদায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম আন্ডারওয়াটার টানেল উদ্বোধন করেছেন।
বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী চলমান হরতালের কারণে যানবাহন চলাচল কম ছিল।
মুন্সীগঞ্জের ব্যবসায়ী জুয়েল রানা প্রথম যাত্রী হিসেবে সকাল ৬টায় টানেলের আনোয়ারা প্রান্তে টোল পরিশোধ করেন এবং মাত্র তিন মিনিটে তা অতিক্রম করেন।
টানেলের পতেঙ্গা প্রান্তে প্রথম টোল পরিশোধ করেন চট্টগ্রামের দুলাল সিকদার।
বেলয়েত বলেন, ‘সকালে সুড়ঙ্গটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। সুড়ঙ্গের মধ্য দিয়ে যান চলাচল কম থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে পারে। কিন্তু হরতাল না হলে আরও যানবাহন আসত।’
টোল আদায়ের জন্য আনোয়ারা প্রান্তে ১৪টি বাক্স স্থাপন করা হয়েছে।
বঙ্গবন্ধু টানেলের উপ-প্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, টানেলটি ২৪ ঘণ্টা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
সেতু বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর প্রথম বছরে প্রতিদিন ১৭ হাজার ৩৭৪টি যানবাহন টানেল পার হবে। এর মধ্যে ৩ হাজার ২১৮টি ভারী যানবাহন। ২০২৫ সালে প্রতিদিন চলাচলকারী যানবাহনের সংখ্যা হবে ২৮ হাজার ৩০৫টি।
বঙ্গবন্ধু টানেল দিয়ে মোট ১২ ক্যাটাগরির যানবাহন চলাচল করতে পারবে।
টানেলের যানবাহন চলাচলের জন্য সর্বনিম্ন টোল ২০০ টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সুড়ঙ্গে মোটরসাইকেল বা থ্রি হুইলার ঢুকতে দেওয়া হবে না।
শনিবার প্রধানমন্ত্রী ২১ টি গাড়ির মোটর শোভাযাত্রা নিয়ে বঙ্গবন্ধু টানেল অতিক্রম করেন এবং ৪ হাজার টাকা টোল পরিশোধ করেন।
আরও পড়ুন: পদ্মা সেতুতে পরীক্ষামূলক চালু হলো ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা
৬ষ্ঠ দিনে পদ্মা সেতু থেকে রেকর্ড ৩.১৬ কোটি টাকা টোল আদায়
১ বছর আগে