পংকী
সিলেট বিএনপির নেতা পংকী ও আশফাক গ্রেপ্তার
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে নগরের ভাতালীস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, পুলিশের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: কনস্টেবল আমিরুল হত্যা: যুবদল কর্মীসহ গ্রেপ্তার ২
অপরদিকে, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার মোমিনখলা থেকে আশফাক আহমদ নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) রাতে মোমিনখলাস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা ও কতোয়ালি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার আশফাক আহমদ ওই এলাকার সামছুদ্দিন খলকু মিয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসোদ্দোহা জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে দক্ষিণ সুরমা ও কতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: বেনাপোলে ৩১টি বোমা জব্দ, জামাত-বিএনপির ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব গ্রেপ্তার
১ বছর আগে