নাটোরে পৌঁছেছে
ঢাকায় নিহত বিএনপি নেতা আব্দুর রশিদের লাশ নাটোরে পৌঁছেছে
ঢাকায় নিহত আদাবর থানার বিএনপি নেতা আব্দুর রশিদের লাশ গ্রামের বাড়ি নাটোরে পৌঁছেছে। রবিবার রাতেই নিহতের ভাই রাকিবুজ্জামান বাবু ভাইয়ের লাশ নিয়ে লালপুর উপজেলার নাগদহ গ্রামে বাড়িতে যান।
সোমবার (৩০ অক্টোবর) সকাল থেকে আব্দুর রশিদের লাশ দেখতে স্বজন ও গ্রামবাসী ভিড় জমায় বাড়িটিতে। সন্তান হারা মা,স্বামী হারা স্ত্রী আর স্বজনদের কান্না থামছেনা। কেউ তার মৃত্যু মেনে নিতে পারছেনা।
বাবুর দাবি তার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু ছাদ থেকে পড়ে মারা গেছে বলে পুলিশ তার কাছ থেকে লিখে নিয়েছে। আব্দুর রশিদকে পিটিয়ে হত্যার একই দাবি পরিবারের অন্য সদস্যদেরও।
বাবু জানান, আব্দুর রশিদ ঢাকার আদাবর থানাধীন ৩০ নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক। দীর্ঘ ১৪ বছর পরিবারসহ ঢাকায় বসবাস করে সক্রিয় রাজনীতির পাশাপাশি ঠিকাদারি পেশার সঙ্গে জড়িত ছিলেন।
রবিবার (২৯ অক্টোবর) সকালে আদাবর এলাকায় তার মৃত্যুর ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নাটোরে দেশব্যাপী চলমান হরতালে টার্মিনালগুলোতে যাত্রীর কম উপস্থিতি
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
১ বছর আগে