অসম্ভব
তুচ্ছ ঘটনায় মামলা করা বন্ধ না হলে জট কমানো অসম্ভব: প্রধান বিচারপতি
তুচ্ছ ঘটনায় মামলা দায়ের বন্ধ না হলে মামলাজট কমানো সম্ভব না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
তিনি বলেন, ‘প্রতি বছর নতুন করা মামলার ২০ শতাংশ থেকে যায়। বিচারকরা সাধ্যমত চেষ্টা করেও সব মামলা শেষ করতে পারেন না।’
আরও পড়ুন: ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
সোমবার সকালে (২৫ জুন) নাটোর আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’র উদ্বোধন শেষে এ কথা বলেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, ‘প্রতি বছর পুরাতন মামলার সঙ্গে যোগ হয় নতুন মামলা। ফলে মামলাজট থেকেই যায়। এই মামলা নিষ্পত্তি করতে হলে দ্বিগুন বিচারক নিয়োগ করতে হবে। যেটা সম্ভব নয়। তাই জট কমাতে ছোট-খাটো বিষয় সমাজিকভাবে নিষ্পত্তি করতে হবে।’
এজন্য গণমাধ্যমকর্মীসহ সাবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বাবান জানান প্রধান বিচারপতি।
এছাড়া একই রকম মামলা একসঙ্গে করে নিষ্পত্তির চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রুহুল কুদ্দুস, জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু, জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁ, পুলিশ সুপার তারিকুল ইসলামকসহ অন্যান্য বিচারকরা।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়তে জুডিশিয়ালি স্মার্ট হওয়ার আহ্বান প্রধান বিচারপতির
ন্যায় বিচার প্রতিষ্ঠায় সৎ হতে হবে: প্রধান বিচারপতি
৫ মাস আগে
পরিচালনায় অরুণা বিশ্বাসের অভিষেক, মুক্তি পেল ‘অসম্ভব’
অরুণা বিশ্বাস এ দেশের সিনেমা ইন্ডাস্ট্রির একজন বরেণ্য অভিনেত্রী। অভিনয়ে দর্শকের হৃদয় ছুঁয়েছেন বহু আগেই। এবার নতুন এক অরুণা বিশ্বাসের আগমন ঘটল। প্রথমবার সিনেমা পরিচালনা করলেন তিনি। নাম ‘অসম্ভব’। আজ (৩ নভেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি।
সরকারি অনুদানের এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন গাজী আব্দুন নূর ও সোহানা সাবা। আরও আছেন- আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ, যাত্রা সম্রাজ্ঞীখ্যাত জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকে।
অরুণা বিশ্বাস সিনেমাটি প্রসঙ্গে ইউএনবিকে বলেন, ‘আমার সিনেমাটি অনেকদিন পর দর্শককে ফুল কমার্শিয়ালের আনন্দ দেবে। এখানে আমাদের ঐতিহ্য যাত্রাকে আমি তুলে ধরেছি। তার সঙ্গে প্রেম, বিরহ, আনন্দ সবকিছুই রয়েছে সিনেমাটিতে। দর্শক হল থেকে পুরো বিনোদন নিয়ে বের হবে আশা করি।’
উল্লেখ্য, ‘অসম্ভব’ ঢাকা ও অন্যান্য জেলার প্রায় ২০ হলে মুক্তি পেয়েছে। সিনেমাটির গানের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় এবং গাজী মাজহারুর আনোয়ার। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অনিমা রায়, চম্পা বণিক।
আরও পড়ুন: সর্বোচ্চ আয়কারী ১০ বাংলাদেশি চলচ্চিত্র
নতুন জুটির ‘মেঘের কপাট’ মুক্তি পাচ্ছে আগামীকাল
১ বছর আগে
নভেম্বরে মুক্তির অপেক্ষায় বাংলাদেশি যেসব চলচ্চিত্র ও ওয়েব সিরিজ
বিগত কয়েক বছরের ঢালিউড শিল্পের উন্নয়নের ধারা সঙ্গতিপূর্ণ রাখতে আগামী মাসও সমৃদ্ধ হতে যাচ্ছে বিনোদন বিচিত্রায়। শুধুমাত্র ব্যবসায়িক ছবিই নয়, পূর্ণদৈর্ঘ্য পর্দায় কাঁপন তোলার জন্য মূলধারার বাইরের ছবিগুলোও তাদের প্রস্তুতি শেষ করেছে। এর সঙ্গে শামিল হয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ওয়েব সিরিজও। চলুন জেনে নেওয়া যাক কোন কোন বাংলাদেশি চলচ্চিত্র ও ওয়েব সিরিজগুলো, ২০২৩ এর নভেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে।
যেসব বাংলাদেশি সিনেমা ও ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে ২০২৩ এর নভেম্বরে
বেওয়ারিশ-প্রচলিত (২ নভেম্বর, ২০২৩)
মুক্তির এই যাত্রায় সবার আগে রয়েছে চরকি ওটিটি (ওভার-দ্যা-টপ) প্ল্যাটফর্মের জন্য নির্মিত ওয়েব সিরিজ প্রচলিত। হ্যালোইনের লগ্নকে স্বাগত জানাতে রোমাঞ্চকর এক কন্টেন্ট উপহার দিলেন প্রযোজক রেদওয়ান রনি। পাঁচটি অতিপ্রাকৃত গল্প নিয়ে রচিত এই সিরিজটির পরিচালনায় ছিলেন মো. আবিদ মল্লিক। সমাজে লোকমুখে রটে যাওয়া অমিমাংসিত রহস্যের কিছু ঘটনাকে নাট্যরূপ দেওয়া হয়েছে এই অমনিবাসে।
এই সিরিজের তৃতীয় পর্ব বেওয়ারিশসহ বাকি ৩টি পর্ব নভেম্বরের প্রথম ৩ বৃহস্পতিবার দেখানো হবে চরকির পর্দায়। বেওয়ারিশ গল্পটি ২৬ মিনিটের সেখানে কেন্দ্রিয় চরিত্রে দেখা যাবে রফিউল কাদের রুবেলকে।
আরও পড়ুন: শাকিব-সোনাল জুটি: কতটা বরাবর হলো!
১ বছর আগে