মেঘের কপাট
ভারতের চলচ্চিত্র উৎসবে ‘মেঘের কপাট’ পেল ৩ পুরস্কার
ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এ তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মেঘের কপাট’।
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের পরিচালক ওয়ালিদ আহমেদ ও প্রযোজক আফরোজা মোমেনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার তিনটি হলো- শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র) ও রাজকাপুর পুরস্কার।
তৃতীয়বারের মতো ড্রিমজ কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে সারাবিশ্ব থেকে ৪০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অঞ্জন বোস (চলচ্চিত্র প্রযোজক ও অরোরা ফিল্ম কর্পোরেশনের সত্ত্বাধিকারী), অভিজিৎ ব্যানার্জী (চলচ্চিত্র পরিচালক), সি এস কারনান (বিচারপতি, কলকাতা ও মাদ্রাজ হাইকোর্ট), জয়দীপ মুখার্জিসহ (অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া এবং সম্পাদক, অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম) আরও অনেকে।
উৎসবে সারাবিশ্ব থেকে ৭০ জনেরও বেশি চলচ্চিত্র নির্মাতা অংশ নেন।
কলকাতার মৌলালি যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এই দিন প্রথম পর্যায়ে সেরা নির্বাচিত ৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হয় এবং দ্বিতীয় পর্যায়ে বিকাল ৪টা থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ১০ জন পুরস্কারপ্রাপ্ত পেশাদার বিচারক এই ফেস্টিভ্যালে বিচারের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: এল গার্লস স্কোয়াড সিজন-৩
১ বছর আগে
নতুন জুটির ‘মেঘের কপাট’ মুক্তি পাচ্ছে আগামীকাল
চলতি মাসের একাধিক বাংলা সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। এর মধ্যে আগামীকাল (৩ নভেম্বর) প্রেক্ষাগৃহে আসবে ‘মেঘের কপাট’।
ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ আরো অনেকে।
চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।
‘মেঘের কপাট’ চলচ্চিত্রটির মুক্তি প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ ইউএনবিকে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রতি সম্মান রেখে কেবল ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরাণীগঞ্জে অবস্থিত লায়ন সিনেমাসে ৩ নভেম্বর শুক্রবার থেকে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন: নভেম্বরে মুক্তির অপেক্ষায় বাংলাদেশি যেসব চলচ্চিত্র ও ওয়েব সিরিজ
১ বছর আগে
নভেম্বরে মুক্তির অপেক্ষায় বাংলাদেশি যেসব চলচ্চিত্র ও ওয়েব সিরিজ
বিগত কয়েক বছরের ঢালিউড শিল্পের উন্নয়নের ধারা সঙ্গতিপূর্ণ রাখতে আগামী মাসও সমৃদ্ধ হতে যাচ্ছে বিনোদন বিচিত্রায়। শুধুমাত্র ব্যবসায়িক ছবিই নয়, পূর্ণদৈর্ঘ্য পর্দায় কাঁপন তোলার জন্য মূলধারার বাইরের ছবিগুলোও তাদের প্রস্তুতি শেষ করেছে। এর সঙ্গে শামিল হয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ওয়েব সিরিজও। চলুন জেনে নেওয়া যাক কোন কোন বাংলাদেশি চলচ্চিত্র ও ওয়েব সিরিজগুলো, ২০২৩ এর নভেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে।
যেসব বাংলাদেশি সিনেমা ও ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে ২০২৩ এর নভেম্বরে
বেওয়ারিশ-প্রচলিত (২ নভেম্বর, ২০২৩)
মুক্তির এই যাত্রায় সবার আগে রয়েছে চরকি ওটিটি (ওভার-দ্যা-টপ) প্ল্যাটফর্মের জন্য নির্মিত ওয়েব সিরিজ প্রচলিত। হ্যালোইনের লগ্নকে স্বাগত জানাতে রোমাঞ্চকর এক কন্টেন্ট উপহার দিলেন প্রযোজক রেদওয়ান রনি। পাঁচটি অতিপ্রাকৃত গল্প নিয়ে রচিত এই সিরিজটির পরিচালনায় ছিলেন মো. আবিদ মল্লিক। সমাজে লোকমুখে রটে যাওয়া অমিমাংসিত রহস্যের কিছু ঘটনাকে নাট্যরূপ দেওয়া হয়েছে এই অমনিবাসে।
এই সিরিজের তৃতীয় পর্ব বেওয়ারিশসহ বাকি ৩টি পর্ব নভেম্বরের প্রথম ৩ বৃহস্পতিবার দেখানো হবে চরকির পর্দায়। বেওয়ারিশ গল্পটি ২৬ মিনিটের সেখানে কেন্দ্রিয় চরিত্রে দেখা যাবে রফিউল কাদের রুবেলকে।
আরও পড়ুন: শাকিব-সোনাল জুটি: কতটা বরাবর হলো!
১ বছর আগে