প্রতিবাদে
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে সম্মিলিত নাগরিক সমাজ।
পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল ১১টায় মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন সেতু এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও ছাত্র-জনতা জড়ো হন।
সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ ও সদস্য সচিব সামসুল হুদার নেতৃত্বে অবরোধ চলাকালে মেডিকেল কলেজ বন্ধ করার চক্রান্ত থেকে সরে আসার আহ্বান জানান বক্তারা।
আরও পড়ুন: গাজীপুরে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ
বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্যসেবা। অথচ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান খসরু শিক্ষক সংকট ও মানহীন মেডিকেল কলেজের কালিমা দিয়ে মেডিকেল কলেজটি বন্ধের চক্রান্ত করছেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি এমন কর্মকাণ্ড থেকে সরে না আসলে আগামীতে মহাসড়কের পাশাপাশি রেল যোগাযোগ বন্ধ করে দেবে হবিগঞ্জ জেলার ২৫ লাখ মানুষ।
সবশেষ দুপুর ১টায় পর্যন্ত মহাসড়ক অবরোধের কারণে সিলেটের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এসময় মহাসড়কের উভয়পাশে শত শত যাত্রী ও মালবাহী যানবাহন আটকা পড়ে
১৫ দিন আগে
ইটভাটা ভাঙার প্রতিবাদে সাভারে মহাসড়ক অবরোধ
উচ্চ আদালতের নির্দেশে সাভারে ইটভাটা ভাঙার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটা মালিক-শ্রমিকরা। বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে যানজটে আটকে পড়েন অসংখ্য সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর দেড়টা থেকে বলিয়ারপুরে ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিকাল ৩টা পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
অবরোধকারীরা জানান, সম্প্রতি হাইকোর্টের নির্দেশে সাভারে বেশ কয়েকটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে ইটভাটা মালিক সমিতির মালিক ও শত শত শ্রমিক একজোট হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। তারা প্রশাসনকে নতুন করে ইটভাটা ভাঙা বন্ধ করার আহ্বান জানান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আলেম-ওলামাদের মহাসড়ক অবরোধ
পরে বিকাল ৩টার দিকে বিপুল সংখ্যক সেনাসদস্য সেখানে উপস্থিত হয়ে অবরোধকারীদের সরিয়ে দেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার বলেন, ‘হাইকোর্টের নির্দেশে অবৈধ চিহ্নিত ইটভাটাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। আগামী ১৭ মার্চের মধ্যে আরও কিছু অবৈধ ইটভাটা ভেঙে দেওয়ার তালিকা রয়েছে আমাদের কাছে।’
২৬ দিন আগে
পেনশন বিজ্ঞপ্তির প্রতিবাদে অর্ধদিবস কর্মবিরতিতে বাকৃবির শিক্ষকরা
ঈদের ১২ দিন ছুটি শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।
তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের জারিকরা সর্বজনীন পেনশনের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা শুরুর দিন মঙ্গলবার (২৫ জুন) থেকেই অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন বাকৃবির শিক্ষকরা।
আরও পড়ুন: কোটা পুনর্বহাল: বাকৃবিতে শতাধিক শিক্ষার্থীর বিক্ষোভ
এছাড়া বাকৃবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তানভীর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ও ২৭ জুন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।
একইসঙ্গে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় কর্মসূচি পালন করবেন বলে এতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। শুধুমাত্র ফাইনাল পরীক্ষা কর্মবিরতি কর্মসূচির আওতামুক্ত থাকবে।
আরও পড়ুন: বাকৃবি প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত
শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘২৭ জুন পর্যন্ত বাকৃবির সকল শিক্ষক সম্মিলিতভাবে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। এছাড়া ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তবে এই দিনগুলোতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অব্যাহত থাকবে।’
২৭৮ দিন আগে
৭ জানুয়ারির নির্বাচনের প্রতিবাদে শুক্রবার মিছিল ও গণসংযোগ করবে বিএনপি
আগামী রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদে শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও গণসংযোগ করবে বিএনপি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানের পক্ষে জনসমর্থন বাড়াতে এই কর্মসূচি ঘোষণা করে দলটি।
তিনি বলেন, অন্যান্য সমমনা বিরোধী দলগুলোও নির্বাচনের মাত্র দুই দিন আগে শুক্রবার একই ধরনের কর্মসূচি পালন করবে।
বিএনপি নেতা বলেন, 'বিএনপি ও সমমনা দলগুলো শুক্রবার মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করবে।’
বিরোধী দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান রিজভী।
এর আগে গত সোমবার গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করেছিল দলটি।
গত ২৪ ডিসেম্বর দলটি ২৬ ডিসেম্বর থেকে তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে। পরে এ কর্মসূচির সময় তিনবার বাড়ানো হয়।
বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধাক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে গত বছরের ১০ ডিসেম্বর থেকে প্রায় ৩৬টি বিরোধী রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: বরিশালে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণের সময় বিএনপির ৮ নেতা-কর্মী আটক
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে অন্যান্য নেতাদের অনেকে আত্মগোপনে চলে যান।
তবে বিএনপি ও সমমনা দলগুলো গত ২৯ অক্টোবর থেকে ১২ দফায় ২৩ দিন এবং চার দফায় পাঁচ দিন দেশব্যাপী হরতাল পালন করে।
সবশেষে ২০ ডিসেম্বর অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিরোধী দলগুলো।
আরও পড়ুন: ‘প্রহসনের’ নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পারবে না: মঈন খান
৪৫২ দিন আগে
বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে আ. লীগের মিছিল ও অবস্থান কর্মসূচি
বিএনপি-জামায়াত ও সহযোগী দলগুলোর ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।
মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর মিরপুর-১ নম্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন।
এছাড়া, যুবলীগ নগরীতে অবরোধবিরোধী প্রতিবাদ সভা ও মিছিল করছে।
বিরোধী দলের অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীদের 'শেখ হাসিনার সরকার বারবার দরকার' স্লোগান দিতে দেখা গেছে।
বিএনপি-জামায়াতের অবরোধ ও 'সন্ত্রাস এবং নাশকতামূলক কর্মকাণ্ড' প্রতিহত করতে ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের নিয়ে সমাবেশের আয়োজন করেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন।
আরও পড়ুন: দেশব্যাপী অবরোধ: খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
৫১৭ দিন আগে