অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেলপথের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, ঢাকা থেকে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় যাওয়ার পথে মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে রাখা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই হাসপাতালে যাচ্ছেন বলে জানিয়েছেন ওসি।
ওসি মো. দুলাল উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
১১২ দিন আগে
গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কের বৈঠাখালী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার গলায় ও হাতে পায়ে শেকল পড়া ছিল।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবল ইসলাম জানান, বুধবার ভোরে গোবিন্দগঞ্জের ঢাকা রংপুর মহাসড়কের বৈঠাখালী নামক স্থানে অজ্ঞাত এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
১২৪ দিন আগে
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে জেলার রেলস্টেশন এলাকার খলিলগঞ্জ কিশলয় প্রাথমিক বিদ্যালয়ের পাশের রেললাইন থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির এখনও পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে, তার বয়স ৪৫ বছরের আশেপাশে হতে পারে।
স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে গতরাতে কাউনিয়া থেকে উলিপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।
কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বলেন, স্টেশনের পাশে রাতে ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের আনুষ্ঠানিকতা শেষে লাশ নিয়ে যাবেন।
কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আসাদ বলেন, লাশটি উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
৫১০ দিন আগে