তিলোকানন্দ
না ফেরার দেশে রাঙামাটির ‘সাদা মনের মানুষ’ তিলোকানন্দ
সাদা মনের মানুষ উপাধিপ্রাপ্ত বর্ষীয়ান ভিক্ষু মহাসংঘরাজ শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরো আর নেই। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে চিকিৎসা নিয়ে সড়ক পথে নিজ বিহারে ফেরার পথে মৃত্যু বরণ করেন।
ভান্তের বয়স হয়েছিল আনুমানিক ৮৬ বছর। ভান্তে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে ৪১ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ভান্তের লাশ বাঘাইছড়িতে তার নিজ বিহারে আনা হয়েছে এবং সংরক্ষণসহ বিহার কমিটির পরবর্তী সিদ্ধান্তনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভিক্ষু সংঘ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসা শেষে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ভান্তে। তার চিকিৎসার জন্য যারা কায়িক, বাচনিক, মানসিক ও আর্থিক সহযোগিতা দিয়ে এসেছেন, তাদের প্রতি পার্বত্য ভিক্ষু সংঘের পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা ও আশীর্বাদ জানান।
তিনি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সুনামধন্য কাচালং শিশু সদনের অধ্যক্ষ, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের চতুর্থ মহাসংঘরাজ, সাদা মনের মানুষ উপাধিপ্রাপ্ত। এ ছাড়া মিয়ানমার সরকারের কাছ থেকে অগ্রমহাপণ্ডিত উপাধিও পেয়েছেন তিনি। বহু প্রতিষ্ঠানের জনক, অসহায়দের অনাথ পিতা, মগবান শাক্য মনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘আষাঢ়ী পূর্নিমা’ উদযাপিত
১ বছর আগে