কুমারখালি
বিয়ের আসর থেকে জরিমানা দিয়ে ফিরে গেলেন বর!
কুষ্টিয়ার কুমারখালিতে বিয়ে করতে এসে জরিমানা দিয়ে ফিরে গেল বরযাত্রীরা। এ সময় কনেপক্ষের কাছ থেকেও মুচলেকা নেওয়া হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের হরিপুরে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিয়ের ১ দিন পর বরের ঝুলন্ত লাশ উদ্ধার
বিয়ে বাড়ির লোকজন জানান, ২৯ অক্টোরব নোটারি পাবলিক করে আদালতের মাধ্যমে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর (১৫) সঙ্গে কুষ্টিয়ার হরিপুর এলাকার এক ব্যবসায়ীর (৩০) পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। আজ আনুষ্ঠানিক ও সামাজিকভাবে সেই বিয়ের আয়োজন করা হয়।
শুক্রবার বরযাত্রীরা কনের বাড়িতে খেতে বসেছেন। তাদের নিয়ে ব্যতিব্যস্ত বিয়ে বাড়ির লোকজন। আকস্মিকভাবে সেখানে হাজির হন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়ের অপরাধে বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বাসিন্দা এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
এদিকে কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না- এই মর্মে মুচলেকা নেওয়া হয় অভিভাবকদের। আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালতকে সহযোগিতা করে থানা পুলিশ।
এ বিষয়ে কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আসর ভেঙে দেওয়া হয়।
আরও পড়ুন: বিয়ের রাতেই আলোকসজ্জার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু!
ফেসবুকে পরিচয়, চুয়াডাঙ্গার ফারিয়ার সঙ্গে চীনা যুবকের বিয়ে
১ বছর আগে