১৬৫ রাউন্ড গুলি
যশোরে ১৬৫ রাউন্ড গুলি-অস্ত্র-মাদক জব্দ, গ্রেপ্তার ২
যশোরে বিপুল পরিমাণ রাইফেলের গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও প্রাইভেটকার জব্দ করেছে ডিবি পুলিশ। এ সময় দুইজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে যশোর কোতোয়ালি থানারে কিসমত নওয়াপাড়া এলাকায় যশোর-মাগুরা রোডের পাশ থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় নাশকতার মামলায় জেলা বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩
গ্রেপ্তাররা হলেন- যশোর জেলার বাঘারপাড়ার ভবানীপুর পাঠানপাইকপাড়ার জুলফিকার মতিনের ছেলে ইসতিয়াক আহমেদ ও মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া পূর্ব গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে মুকুল মোল্লা।
যশোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, আটকের পর তাদের দেওয়া তথ্য মতে যশোরের বাঘারপাড়া উপজেলার ভবানীপুর গ্রামের মতিন এলপিজি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পেছনে ইসতিয়াক আহমেদের ঘর থেকে সর্বমোট ১৬৫ রাউন্ড রাইফেলের গুলি, দুটি চাকু, গাজা, একটি আইডি কার্ড ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে ডিবি।
তিনি জানান, ডিবি পুলিশ তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘারপাড়া থানায় মামলা করেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্রসহ স্থানীয় যুবদল নেতা গ্রেপ্তার
১ বছর আগে