রোহিঙ্গা পরিবার
ঢাকা বিমানবন্দরে ৬,২৭৫ ইয়াবা জব্দ, রোহিঙ্গা পরিবারের ৬ সদস্য আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ হাজার ২৭৫টি ইয়াবা ট্যাবলেটসহ বৃহস্পতিবার রোহিঙ্গা পরিবারের ৬ সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
তারা হলেন- মো. রুবেল (১৫), তার ফুফু আছিয়া বেগম (২৫), তার চাচি জোহুরা বেগম (৩০), আছিয়া বেগমের স্বামী আলী আহমদ (২৮), আছিয়া বেগমের ৭ মাসের সন্তান উমায়ের হোসেন এবং জহুরা বেগমের ১০ মাসের সন্তান উম্মে ছালমা।
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি শুক্রবার বিকালে নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নভোএয়ারের কক্সবাজার ফ্লাইটে ঢাকায় অবতরণ করে পরিবারটি।
আরও পড়ুন: কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা জব্দ, 'মিয়ানমার নাগরিক' আটক: বিজিবি
তিনি বলেন, তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাটালিয়নের গোয়েন্দারা তাদের পরিচয় ও ইয়াবা নিয়ে প্রশ্ন করলে তারা তাদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দেন এবং ইয়াবা থাকার কথা অস্বীকার করেন।
এপিবিএনের উক্ত কর্মকর্তা বলেন, উত্তরার একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদের পেটে ইয়াবার উপস্থিতি ধরা পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রুবেল, আছিয়া ও জোহুরার পেট থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা কক্সবাজারের লেদা ক্যাম্পের অধিবাসী এবং ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে তারা সেখান থেকে বাস্তুচ্যুত হন।
এ ঘটনায় তাদের আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে ১৯০০০০ ইয়াবা জব্দ
১ বছর আগে