দ্বাদশ জাতীয় নির্বাচন
দ্বাদশ জাতীয় নির্বাচন: চতুর্থবারের মতো বিজয়ী পলক
নাটোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বীকে ৯২ হাজার ৬৮৭ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে টানা চতুর্থবারের মতো জয়ী হলেন তিনি।
আরও পড়ুন: দেশের উন্নয়ন দর্শনের মূল কারিগর বঙ্গবন্ধু: পলক
পলক পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭০৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৪৩ হাজার ১৯ ভোট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মোট ১ লাখ ৭৮ হাজার ৭২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: শেয়ারট্রিপের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে এসটি পে চালু
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা, আন্তরিকতা ও সহযোগিতার কারণে রবিবারের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি প্রায় ৪০ শতাংশ হতে পারে।
আরও পড়ুন: দারুণ সব অফারসহ শেয়ারট্রিপ এর ৫ লাখ ডাউনলোড উদযাপন!
১১ মাস আগে
দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি: নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আলোচনা শুরু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৩টি নিবন্ধিত দল আলোচনায় অংশ নিয়েছে এবং ৩টি দল যোগ দিচ্ছে না। এদিকে ৩টি দল যোগ দেবে কি না তা কমিশনকে জানায়নি। গণতন্ত্রী পার্টিকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি।
আরও পড়ুন: বাংলাদেশে এখন ভোটার ১১.৯৬ কোটি: ইসি
ইসি প্রতিদিন দুটি সংলাপ সেশন নির্ধারণ করেছে। প্রথমটি আজ সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে এবং অন্যটি বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
দুই দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দিনব্যাপী আলোচনা হচ্ছে। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের দ্বারা নিযুক্ত দু’জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দলসহ (জেএসডি) বিএনপি ও এর একাধিক সহযোগী নির্বাচন কমিশনের সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: সরকারের নির্দেশে সংলাপের নামে ঠাট্টা-বিদ্রুপ করছে ইসি: বিএনপি
কোনো জোটে না থাকা বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) ইসির সংলাপ বয়কট করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মতো ইসলামী দলগুলো সংলাপ বর্জন করেছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান এবং তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ সংলাপে দলের প্রতিনিধিত্ব করছেন বলে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন।
আরও পড়ুন: পরিস্থিতি যাই হোক না কেন, ইসিকে সময়মতো নির্বাচন করতে হবে: মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি
১ বছর আগে