জামাইয়
ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরকে হত্যার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই শামীম মিয়া পলাতক।
নিহত মো. হাফিজুর রহমান চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত মো. গুলু রহমানের ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে শ্বশুরকে হত্যার মামলায় জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
অভিযুক্ত শামীম মিয়া একই উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, নিহতের মেয়ে নাহিদার আক্তারের সঙ্গে পারিবারিকভাবে পাশের গ্রামের অভিযুক্ত শামীম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের কারণে নাহিদা আক্তার সংসার না করার সিদ্ধান্ত নেন। এতে ক্ষিপ্ত হন শামীম। শনিবার সকালে শ্বশুর বাড়িতে এসে শ্বশুরকে সামনে পেয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করে পালিয়ে যান।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের বুকে, পেটে, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শামীমকে আটকের জন্য অভিযান চলছে।
আরও পড়ুন: সিলেটে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ভাইয়ের কাছে শ্যালিকাকে বিয়ে না দেয়ায় শ্বশুরকে হত্যা
১ বছর আগে