যাত্রীদের উপচে পড়া ভিড়
আগারগাঁও-মতিঝিল রুট চালু হওয়ায় ৪৮ ঘণ্টার অবরোধে মেট্রোরেলে যাত্রীদের উপচে পড়া ভিড়
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের মধ্যে আজ (৫ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোরেলের বগিগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এমআরটি লাইন-৬ (উত্তরা-আগারগাঁও) এর প্রথম অংশ চালু হওয়ার প্রায় এক বছর পর আজ সকালে ঢাকা মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ায় রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য অধিক সংখ্যক যাত্রী ট্রেনে উঠেছেন।
প্রকল্প কর্মকর্তাদের মতে, এই রুটের পুরোপুরি চালু হওয়ায় রাজধানীর এক প্রান্ত থেকে অন্য অংশে যাতায়াতের সময় এক তৃতীয়াংশেরও বেশি কমে আসবে।
ঢাকায় অন্য যে কোনো রবিবার রাজধানীর উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে যেতে সাধারণত কমপক্ষে দেড় ঘণ্টা সময় লেগে যেত। সেই দিনগুলো এখন শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে।
ইউএনবির এই প্রতিবেদক সকাল ৯টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে সকাল সাড়ে ৯টায় ফার্মগেটে পৌঁছান। মাত্র ২০ মিনিটের এই যাত্রা আগের দিনগুলোতে কল্পনাও করা যায় না।
আরও পড়ুন: মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১ বছর আগে