ফটক
বিএনপির অবরোধ: ঢাবির বিভিন্ন ফটকে ছাত্রদলের তালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অনুষদের ৯টি গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।
যে ৯টি গেটে তালা লাগানো হয়, সেগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের প্রবেশপথে, বিজ্ঞান গ্রন্থাগারের ফটকে, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সমাজকল্যাণ ইনস্টিটিউট, চারুকলা অনুষদ, কার্জন হলের পেছনের ফটকসহ কয়েকটি একাডেমিক ভবন।
এটি উল্লেখ করা যেতে পারে, দরজাগুলোতে তালা লাগানো হয়েছিল যা প্রায়ই বন্ধ থাকে।
আরও পড়ুন: রমনা কালী মন্দির এলাকায় ঢাবির দুই শিক্ষার্থীর ওপর হামলা
তালা লাগানোর পাশাপাশি অবরোধের সঙ্গে সংহতি জানাতে এসব গেটের চারপাশে ব্যানার ও পোস্টারও লাগানো হয়েছে।
একটি ব্যানারে লেখা ছিল- ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ইউএনবিকে বলেন, ‘দেশকে বাঁচাতে ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপি ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে গণমানুষকে নিয়ে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি আহ্বান করেছে। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।’
তিনি আরও বলেন, ‘দেশ রক্ষার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আওয়ামীপন্থী কিছু শিক্ষক শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা দিতে বাধ্য করছে। আমরা শিগগিরই ক্যাম্পাসে আরও কর্মসূচি পালন করব।’
আরও পড়ুন: ঢাবিতে অ্যাকশনিস্ট ফাউন্ডেশনের সিম্পোজিয়াম অনুষ্ঠিত
জ্ঞান অর্জন ও বিজ্ঞান চর্চা কর: ঢাবির সমাবর্তনে তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী
১ বছর আগে