টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
লালমনিরহাটে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ বিএনপির
সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার সারাদেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
সোমবার (৬ নভেম্বর) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিএনপি নেতা-কর্মীরা।
এ সময় মহাসড়ক দিয়ে চলাচলকারী গাড়ি রাস্তায় আটকে যায়।
কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর জানান, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় দফার সারাদেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কে অবরোধ করেছি, ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের কর্মসূচি কালীগঞ্জে যথাযথভাবে পালন করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা তাঁতীদলের সভাপতি আবুল বাশার মুক্ত, যুবদলের সাধারণ সম্পাদক মনি এবং গোড়ল ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ করির জানান, রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার বিষয়টি শুনেছি। পুলিশ সড়কে সতর্ক অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
১ বছর আগে