সাবের হোসেন
সুপেয় পানি নিশ্চিতে এনজিও’র সঙ্গে কাজ করবে সরকার: সাবের হোসেন
পানি সম্পদ রক্ষা এবং সবার জন্য পানির অধিকার নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট এনজিও’র সঙ্গে একযোগে কাজ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, সরকারি, বেসরকারি সংস্থাগুলো একসঙ্গে কাজ করে আমরা পানির সংকট কাটিয়ে উঠতে এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হব। সবার জন্য পানি নিশ্চিতে এবং সুরক্ষিত বিশ্বের জন্য আমাদের সবাইকেই কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
বুধবার (২৪ জানুয়ারি) গুলশানের সিক্স সিজন হোটেলে ‘ওয়াটার, রিভারস, অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ ক্রিয়েটিং স্পেস ফর রেজিলেন্স’ প্রতিপাদ্যে অ্যাকশনএইড আয়োজিত নবম আন্তর্জাতিক পানি সম্মেলনে বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সুপেয় পানির সংকট একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, কিন্তু এটি স্থানীয়ভাবে সমাধান করতে হবে। সরকার এজন্য পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে। সমাজের সব শ্রেণির ব্যক্তিদের একযোগে কাজ করে প্রত্যেকের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পানি যাতে পেতে পারে তা নিশ্চিত করতে হবে। আমাদের তরুণদের নদী রক্ষা ও পানির অধিকার নিশ্চিতে এগিয়ে আসতে হবে।’
আরও পড়ুন: সব মন্ত্রণালয়ের মধ্যে সেরা কাজ করব: সাবের হোসেন চৌধুরী
পানি সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন, অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির চেয়ারপারসন ইব্রাহিম খলিল আল-জায়াদ এবং অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
'জলবায়ু পরিবর্তনের রাজনীতির মোকাবিলা' শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
আরও পড়ুন: সাবের হোসেন চৌধুরী প্রধানমন্ত্রীর ‘জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত’ নিযুক্ত
১০ মাস আগে
কপ২৮: দুবাইয়ে পিটার হাসের সঙ্গে সাবের হোসেনের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
যোগাযোগ করা হলে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র ইউএনবিকে জানান, ‘তারা জলবায়ু পরিবর্তন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাণবন্ত ও বিস্তৃত সম্পর্ক বিদ্যমান।
আরও পড়ুন: ইউএনওপিএসের নির্বাহী পরিচালক রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জকে কেন্দ্র করে এই অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ ও গভীর করার উপায় নিয়ে উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।
২০২৩ ইউনাইটেড ন্যাশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অথবা কনফারেন্স অব দ্য পার্টিস অব দ্য ইউএনএফসিসিসি, যা সাধারণত কপ২৮ নামে পরিচিত। দুবাইয়ের এক্সপো সিটিতে ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনটি হবে ২৮ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন।
আরও পড়ুন: ডিএনসিসি মেয়রের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে আইসিটি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
১ বছর আগে