পূজা সেনগুপ্ত
ইন্দোনেশিয়ার কিরাম আর্টস ফেস্টিভালে বাংলাদেশের পূজা
আগামী ৮ নভেম্বর ইন্দোনেশিয়া সরকারের আয়োজনে দেশটির কালিমন্থন প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কিরাম আর্টস ফেস্টিভাল’।
বাংলাদেশ থেকে সেখানে আমন্ত্রণ পেয়েছেন নৃত্যশিল্পী, নির্দেশক ও তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত।
আরও পড়ুন: ১০ নভেম্বর আদর-সায়মা জুটির ‘যন্ত্রণা’ মুক্তি
উৎসবে পূজা সেনগুপ্ত’র একক পরিবেশনায় মঞ্চায়িত হবে তুরঙ্গমীর নতুন প্রযোজনা ‘ম্যাকবেথ’।
তুরঙ্গমীর এই প্রযোজনাটি শিল্পীর ভাবনার আজকের সময়ে শেক্সপিয়রের ম্যাকবেথের প্রাসঙ্গিকতা ও রূপ নিয়ে একটি থিমেটিক পারফরমেন্স আর্ট। যার ভাবনা, নকশা, নৃত্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত।
সোমবার (৬ নভেম্বর) উৎসবে যোগ দেওয়ার উদ্দেশ্য রওনা দেন পূজা। এই সফরের পৃষ্ঠপোষকতা করছে ইন্দোনেশিয়া সরকার।
৫ মিনিটের ম্যাকবেথ পরিবেশনার পাশাপাশি পূজা সেনগুপ্ত তার প্রযোজনা নির্মাণের নিজস্ব কৌশলের উপর একটি কর্মশালাও পরিচালনা করবেন, যেখানে অংশগ্রহণ করবেন বিভিন্ন অঙ্গনের আন্তর্জাতিক শিল্পীরা।
উৎসবে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করছেন-মালয়েশিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, হংকং, ইতালি, ঘানা, মেক্সিকো, ভারত, তাইওয়ান, নেদারল্যান্ড, মরক্কো, যুক্তরাজ্য, কম্বোডিয়া, জার্মানি, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন ও স্বাগতিক ইন্দোনেশিয়ার মূলধারার শিল্পীরা।
আরও পড়ুন: সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি: তিশা-ফারুকীর জীবনের প্রতিচ্ছবি?
রাজনীতির মাঠে সরব মাহি
১ বছর আগে