ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড ২০২৩ আয়োজনে প্রস্তুত ই-ক্যাব
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আবারও আয়োজন করছে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা)-২০২৩।
মঙ্গলবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব জানায়, ইতোমধ্যে ইকমা-২০২৩ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ই-ক্যাব জানায়, এ দেশের মানুষের নতুন স্বপ্ন ‘স্মার্ট বাংলাদেশ’। এই স্বপ্ন পূরণে ই-কমার্স শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রযুক্তি ও ডিজিটাল প্লাটফর্মগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে এ শিল্প অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তাড়িত করে। শুধু তাই নয়, জনসাধারণের জীবনযাপনের মানেও আনে উন্নতির ছোঁয়া।
আরও পড়ুন: করপোরেট সেবার জন্য ফুডপ্যান্ডা’র সঙ্গে ব্র্যাক আইটি’র চুক্তি
ই-কমার্স সেক্টরের মার্কেট প্লেয়ারদের এই অসাধারণ অবদানকে সম্মানিত করা এবং স্বীকৃতি দেওয়াই ইকমা পুরস্কারের মূল লক্ষ্য।
মোট ২৭টি নমিনেশন ক্যটাগরির মাঝে থাকছে- সেরা ই-কমার্স মার্কেটপ্লেস, সেরা পরিষেবা প্ল্যাটফর্ম, সেরা লজিস্টিকস ই-কমার্সের জন্য, সেরা ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, সেরা এমএফএস প্লাটফর্ম, সেরা পেমেন্ট গেট আওয়ে প্রভৃতি। যা ইন্ডাস্ট্রির পরিধির বহুদিককে উপস্থাপন করে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সালমান এফ রাহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ব্যবসার ক্ষমতায়নের জন্য ই-ক্যাব এই প্রচেষ্টার মাধ্যমে ই-কমার্স সেক্টরে একটি ইতিবাচক পরিবেশ প্রচার করতে চায়।
এছাড়া, ইকমা পুরস্কারের মতো সম্মানজনক স্বীকৃতি ই-কমার্স ইকোসিস্টেমকে সহজতর করতেও সাহায্য করে।
আরও পড়ুন: এফআইসিসিআই’র ৬০ বছর পূর্তি অনুষ্ঠানের তারিখ পরিবর্তন
ডেনিম উদ্ভাবনের বৈচিত্র্য প্রদর্শনে ১৫তম বাংলাদেশ ডেনিম এক্সপো
১ বছর আগে