৩ শিশু
পদ্মায় গোসল করতে নেমে ২ ভাইসহ ৩ শিশুর মৃত্যু
পাবনা সদরের পদ্মা নদীতে পানিতে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়া ডাঙ্গীর পদ্মা নদীতে সোমবার (২৪ জুন) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতরা হলো- চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাইবাড়ি এলাকার আলাল প্রামানিকের দুই ছেলে ছাব্বির হোসেন (১৪) ও সিয়াম হোসেন (১০) এবং চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে নূর হোসেন (১০)।
আরও পড়ুন: কাশির সিরাপের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সেবনে ২ যুবকের মৃত্যু
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১টার দিকে ছাব্বির, সিয়াম, নূর ও তাদের সঙ্গে আরও একজন বাড়ির পাশের একটি আম গাছে পতাকা টাঙাচ্ছিল। রোদের সময়ে পতাকা টাঙাতে নিষেধ করলে তারা বাড়ি থেকে গামছা নিয়ে নদীতে গোসল করতে যায়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও অপর তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহতের বাবা আলাল বলেন, আমি এখন কেমনে বেঁচে থাকব। আমিতো একেবারে সব হারালাম। দুই ছেলে একই সঙ্গে ছেড়ে চলে গেল।
চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বন্ধুরা মিলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। একজনকে বাঁচানো গেলেও তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, একসঙ্গে গোসলে নেমে তিনজনের মৃত্যুর বিষয়টি খুবই বেদনাদায়ক।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
৫ মাস আগে
দিনাজপুরে খেলতে খেলতে পুকুরে ৩ শিশু, একজনের মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে গেছে সমবয়সী তিনজন শিশু।
তাদের মধ্যে আব্দুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর দুই শিশু জিহাদ (৭) ছোবাহানের (৭) অবস্থাও আশঙ্কাজনক।
বুধবার (১৯ জুন) পালশা ইউনিয়নের বেলওয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেহেরপুরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
শিশু আব্দুর রহমান বেলওয়া-নয়নদীঘি গ্রামের সোহান মিয়ার ছেলে।
অন্য দুই শিশুরা হলো, ঘোড়াঘাট উপজেলার শালগ্রামের হোসেন আলীর ছেলে জিহাদ ও গাইবান্ধার সাদুল্ল্যাহপুর উপজেলার আব্দুল মমিন মিয়ার ছেলে ছোবাহান।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে খেলতে খেলতে এক পর্যায়ে পুকুরে পড়ে যায় শিশুরা। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রিয়াঙ্কা কুণ্ডু বলেন, বুধবার সকালে তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা একজনকে মৃত অবস্থায় পেয়েছি। বাকি দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) দেবব্রত রায় বলেন, পানিতে ডুবে শিশু নিহতের ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ঘোড়াঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৬ মাস আগে
কুমিল্লায় ৩ শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ এনে ইউপি মেম্বারের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় চুরির অপবাদে তিন শিশুকে মারধরের পর ট্রাকচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ এনে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
এর আগে গত রবিবার লালমাই উপজেলায় ভূলইন দক্ষিণ ইউপির আমুয়া গ্রামে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এই ঘটনায় বুধবার (৮ মে) লালমাই থানায় অভিযোগ দায়ের করেন শিশুর মা।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩
শিশুর মা বলেন, এ ঘটনায় লালমাই থানায় অভিযোগ দায়ের করেছি।
ভাইরাল হওয়া ৩ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভূলইন দক্ষিণ ইউপির ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়ালসহ দুইজন পুরুষ তিনজন শিশুকে মারধর করছেন। এসময় মেম্বারের চাচা সামছুল হককেও তাদের মারধর করতে দেখা যায়।
একপর্যায়ে মেম্বার আব্দুল আউয়াল শিশুদের ট্রাকচাপা দেওয়ার জন্য পা ধরে ট্রাকের চাকার সামনে নিয়ে আসেন এবং ট্রাক চালককে উপর দিয়ে চালিয়ে দিতে বলে।
এসময় তিন শিশু কান্নাকাটি করতেছিল।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা সামছুল হককে গ্রেপ্তার করেছি।
এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ভোট কেনার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক
ভোটকেন্দ্রে প্রকাশ্যে টাকা বিতরণ, ভিডিও ভাইরাল
৭ মাস আগে
কুমিল্লায় পুকুরে ডুবে ২ বোনসহ ৩ শিশুর মৃত্যু
কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাশকাইট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে ডেঙ্গুতে ৭ মাসের শিশুসহ প্রাণ গেল ২ জনের
নিহতরা হলো- বাশকাইট গ্রামের সালাম মিয়ার মেয়ে আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬) এবং একই বাড়ির কাউসার মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৭)।
নিহতদের স্বজনরা জানান, পুকুরে গোসল করতে যায় ওই তিন শিশু। অনেক দেরি হলেও বাড়িতে না ফেরায় খুঁজতে বের হন স্বজনরা। একপর্যায়ে পুকুরের ঘাটে তাদের জুতা পড়ে থাকতে দেখেন তারা। পরে পানিতে নেমে তিন শিশুর লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাস চন্দ্রধর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ফরিদপুরে সেপটিক ট্যাংকে আটকে ২ জনের মৃত্যু
ফরিদপুরে লক্ষাধিক মেট্রিক টন মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনের প্রত্যাশা
১ বছর আগে