র্যানসমওয়্যার
চীনের সবচেয়ে বড় ব্যাংকে র্যানসমওয়্যার হামলা, ট্রেজারি মার্কেটের লেনদেন ব্যাহত
চীনের সবচেয়ে বড় ব্যাংকের একটি আর্থিক পরিষেবা ব্যবসা বলছে, র্যানসমওয়্যার হামলার কারণে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মার্কেটে বাণিজ্য ব্যাহত হয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ট্রেড এবং অন্যান্য পরিষেবাগুরো পরিচালনা করে। শুক্রবার(১০ নভেম্বর) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চলতি সপ্তাহে র্যানসমওয়্যার হামলায় তাদের কিছু সিস্টেম বিঘ্নিত হলেও হামলার প্রভাব সীমিত করতে ক্ষতিগ্রস্ত সিস্টেমের কিছু অংশ বিচ্ছিন্ন করা হয়েছে।
আরও পড়ুন: পশ্চিমা চাপ অব্যাহত থাকলে ভারত ও চীনের ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়তে পারে: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ
নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি জানিয়েছে।
এতে বলা হয়, বুধবার সম্পাদিত সমস্ত ট্রেজারি ট্রেড এবং বৃহস্পতিবার রেপো ফাইন্যান্সিং ট্রেডগুলো সম্পন্ন করা হয়েছে। আইসিবিসির ব্যাংকিং, ইমেইল ও অন্যান্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়।
প্রতিষ্ঠানটি এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও প্রতিবেদনে বলা হয়েছে, রুশ ভাষাভাষী র্যানসমওয়্যার সিন্ডিকেট লকবিট এই হামলা চালিয়েছে, যা সাবেক সোভিয়েত দেশগুলোকে টার্গেট করে না। সাইবার সিকিউরিটি ফার্ম এমসিসফটের মতে, এটি বিশ্বের সবচেয়ে কার্যকর র্যানসমওয়্যার ভ্যারিয়েন্টগুলোর মধ্যে একটি। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে সক্রিয় হয়ে এটি হাজার হাজার সংগঠনকে আক্রমণ করেছে।
আরও পড়ুন: আগামী নির্বাচনের পর স্থিতিশীলতা ও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে: আশা চীনা রাষ্ট্রদূতের
১ বছর আগে