রেস
বঙ্গবন্ধু টানেলে রেস: ৫টি গাড়ি জব্দ, আটক ২
চট্টগ্রামে গত ২৯ অক্টোবর বঙ্গবন্ধু টানেল খুলে দেয়ার পর অবৈধভাবে চলাচল করা পাঁচটি গাড়ি জব্দ করেছে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, বৃহস্পতিবার(৯ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়।
জব্দকৃত যানবাহনগুলো হলো- চট্টগ্রাম মেট্রো-গ-১২-৯০৪৩, ঢাকা মেট্রো-ক-১১-৮৯৩৫, ঢাকা মেট্রো-ক-১২-১৮১৪, চট্টগ্রাম মেট্রো-গ-১৩-৩৫৭৩ এবং চট্টগ্রাম মেট্রো-গ-১৪-২২৫৪।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে গাড়ি রেস, ৭ গাড়ির বিরুদ্ধে মামলা
এ ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার আলকরণ হক ম্যানশনের আনসারুল হকের ছেলে আশরাফুল হক (৩৫) ও বাকলিয়া এলাকার সোলায়মান সওদাগরের ছেলে এমরান উদ্দিন (২৪)।
কর্ণফুলী নদীর পানির নিচের টানেল ব্যবহারের নিয়ম লঙ্ঘনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
ওসি বলেন, এ মামলার পাঁচ আসামি আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে ৩ জন আহত
১ বছর আগে