হেমন্তের সন্ধ্যা
হেমন্তের সন্ধ্যায় কোক স্টুডিওর সুরে মাতল ঢাকা
আর্মি স্টেডিয়ামে কনসার্টের আয়োজন মানে বাড়তি এক উন্মাদনা থাকে তরুণদের মধ্যে। বলা যায়, এই প্রাঙ্গণে সঙ্গীতের যে কোনো আয়োজন বেশ সফল। ১০ নভেম্বর (শুক্রবার) এখানে বসে কোক স্টুডিও বাংলার দ্বিতীয়বারের আসর। যা প্রথমবারের চেয়ে আরো বেশি আলোচনায় আসে।
কোক স্টুডিও বাংলার এবারের আসরে দু’টি ভাগে পারফর্ম করেন ১০০ শিল্পী। সন্ধ্যা ৬টায় শুরু হয় মূল কনসার্ট। তবে দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হয়। এ সময় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যেহেতু এবারের কনসার্ট নিয়ে তরুণদের মধ্যে আগ্রহটা বেশিই ছিল তাই দর্শকদের সংখ্যাটাও ছিল অতিরিক্ত। আর এজন্য বেশ ভোগান্তিও তৈরি হয়।
১১ মাস আগে