কিশো
যশোরে ছুরিকাঘাতে দোকান কর্মচারীকে খুন, ২ যুবক আটক
যশোরে দোকান কর্মচারী ও দশম শ্রেণির ছাত্র রাজিম (১৭) হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার গভীর রাতে শহরের বারান্দি মোল্লাপাড়া ও গাড়িখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বারান্দি মোল্লাপাড়া এলাকার মোহাম্মদ ইয়াসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ পায়েল (১৯) ও একই এলাকার মোহাম্মদ রুস্তম গাজীর ছেলে শিমুল গাজী (২৫)।
আরও পড়ুন: যশোরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ২
শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, রাজিম পড়াশোনার পাশাপাশি যশোরের বড়বাজার চুড়িপট্টি এলাকায় একটি বিপণী বিতানে বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন। বৃহম্পতিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে পায়েল-শিমুলসহ কয়েকজন তাকে দোকান থেকে ডেকে পাশের গলিতে পানের দোকানের সামনে নিয়ে গিয়ে সেখানে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজিমের বাবা যশোর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
ওই ঘটনায় সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর শুক্রবার রাতে বারান্দি মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পায়েলকে এবং গাড়িখানা রোড এলাকায় অভিযান চালিয়ে শিমুল গাজীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তাররা জানিয়েছে ইয়ামিন নামে তাদের এক বন্ধুকে রাজিম ও তার বন্ধুরা মিলে ছুরিকাঘাত করে। ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজিমের উপর হামলা চালানো হয়েছিল। গ্রেপ্তারদের শনিবার রাজিম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।
নিহত রাজিম শহরে ঝুমঝুমপুর এলাকার বাদল খানের ছেলে। তিনি যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
আরও পড়ুন: যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর খুনের অভিযোগ
যশোরে ট্রেনে কাটা পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
১ বছর আগে