তেলাপোকা
কুড়িগ্রামে তেলাপোকা মারার ঔষধে প্রাণ গেল শিশুর
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেলাপোকা মারা ঔষধ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত ওই শিশুর নিশান (৩) ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিহতের নানী সাহিদা বেগম জানান, তেলাপোকা মারার জন্য বাজার থেকে ঔষধ নিয়ে আসে তার বাবা। শিশুটি খেলার ফাঁকে সবার অজান্তে ওই ঔষধ খেয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হোমায়ারা খাতুন মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হোমায়ারা খাতুন জানান, শিশুটিকে নিয়ে আসার পথে মারা গেছে। তার মুখে গন্ধ ছিল।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃঞ্চ দেবনাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পল্লী বিদ্যুতের ২ কর্মীর
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২
১১ মাস আগে