৭০ নেতা-কর্মী
চট্টগ্রামে বিএনপির ৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা: ১২ জন গ্রেপ্তার
অবরোধের সমর্থনে লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে মিছিল করার চেষ্টার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইন জব্দ, গ্রেপ্তার ১
এ মামলায় ঘটনাস্থল থেকে আটক ১২ বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সকালে সিএমপির কোতোয়ালি থানায় উপপরিদর্শক (এসআই) রণি তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবরোধের সমর্থনে মিছিল থেকে সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের চেষ্টার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৫টি ইটের টুকরো ও ১৫টি লাঠি ও বাঁশের লাঠি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র জব্দ, গ্রেপ্তার ১: বিজিবি
জয়পুরহাটে নাশকতা মামলায় জেলা বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার ইউএনবি নিউজ ঢাকা
১ বছর আগে