৩৯৮
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দিল ভারত
মুম্বাইয়ে ২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া ভারত- বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে চার উইকেটে ৩৯৭ রান তোলে।
অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের দুর্দান্ত শুরু দিয়ে ইনিংস শুরু হয়। গিল চোট পেয়ে অবসর নেওয়ার পর কোহলি ক্রিজে আসেন এবং শেষ পর্যন্ত ১০৫ বলে সেঞ্চুরি করেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের
শচীন টেন্ডুলকারের রেকর্ডকে টপকে ওয়ানডেতে কোহলির ৫০তম সেঞ্চুরি। একই সঙ্গে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন বিরাট। এই ক্ষেত্রেও শচীনকে টপকে গেলেন।
কোহলির পর শ্রেয়াসও ৭০ বলে ১০৫ রান করে সেঞ্চুরি করেন। যার মধ্যে চারটি চার ও আটটি ছক্কা ছিল। গিল ব্যাট করতে গিয়ে ৬৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি তিন উইকেট নিলেও তিনি ১০ ওভারে ১০০ রান দেন।
২০১৫ সালে অস্ট্রেলিয়ার ৩২৮ রানকে অতিক্রম করে বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে ভারতের সর্বোচ্চ ৩৯৭ রান।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: শচীনকে টপকে ৫০তম ওয়ানডে সেঞ্চুরি কোহলির
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত
১ বছর আগে