দুর্বত্ত
সীতাকুণ্ডে দুর্বত্তদের আগুনে পুড়ল পিকআপ
চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঢালিপাড়া রাস্তার মাথা (মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে) এ ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, ভোর সাড়ে ৫টায় ওই এলাকায় পিকআপে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, পুড়ে যাওয়া গাড়ির চালক জানান- ৮ থেকে ১০ জন ব্যক্তি চলন্ত গাড়িটিকে মহাসড়কে দাঁড় করাতে বাধ্য করেন। এরপর চালক ও তার সহকারীকে গাড়ি থেকে নামিয়ে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: নির্বাচনের ঠিক আগে ট্রেনে আগুন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের চূড়ান্ত অভিপ্রায়: পররাষ্ট্রমন্ত্রী
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকে ওই পিকআপে আগুন জ্বলতে দেখেন। পরে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ওসি বলেন, আগুনে পিকআপ ও এতে থাকা প্লাস্টিকের ড্রামগুলো পুড়ে গেছে। চালক ও সহকারী নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: গোপীবাগে ট্রেনে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
১০ মাস আগে
সিরাজগঞ্জে আ. লীগের অফিসে আগুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর ছলিমাবাদ এলাকার ভূতের মোড়ে আওয়ামী লীগের অস্থায়ী অফিসে আগুন দিয়েছে দুর্বত্তরা।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার মধ্যরাতে টিনের নির্মিত আওয়ামী লীগের ওই অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
আরও পড়ুন: গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে
ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং একটি অবিস্ফোরিত ককটেলসহ বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মোল্লা সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আগুন দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: নাটোরে পণ্যবাহী নছিমন আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাভারে পার্ক করা বাসে আগুন
১ বছর আগে