আদম তমিজি
আদম তমিজি হককে আটক করেছে ডিবি
হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হককে শনিবার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবির গুলশান বিভাগের এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবির আরেকটি সূত্র জানায়, ডিবি প্রধান হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফ করবেন।
এর আগে গত ১৬ নভেম্বর রাজধানীর গুলশানে আদম তমিজী হকের বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা কর্মকর্তারা জানান, তমিজি হক তাকে গ্রেপ্তার করা হলে আত্মহত্যার হুমকি দেন।
১ বছর আগে
হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজির বাসায় র্যাবের অভিযান
রাজধানীর গুলশানের ১ নম্বর রোডে হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযানে অংশ নেয়া নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে র্যাব জানায়, তমিজি হক গ্রেপ্তার হলে আত্মহত্যার হুমকি দিচ্ছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে তমিজি হকের বাসায় অভিযান শুরু করে র্যাব-১ এর একটি দল। মধ্যরাতের পর পর্যন্ত চলে এই অভিযান।
আরও পড়ুন: ১০৩ বার পেছালো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তমিজি হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সরকার নীতি-নির্ধারণী সিদ্ধান্ত নেবে না, রুটিন কাজ করবে: আইনমন্ত্রী
১ বছর আগে