মজলুম জননেতা
মওলানা ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (১৭ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
'মজলুম জননেতা' নামে বহুল পরিচিত ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মারা যান।
বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- টাঙ্গাইল জেলার সন্তোষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন, শিল্প প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি, খাদ্য বিতরণ ও রক্তদান।
টাঙ্গাইল জেলা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল মাওলানা ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন: ৫২ ঘন্টা পর অবমুক্ত হয়েছেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি
বিভিন্ন দল ও বিভিন্ন সংগঠনের স্থানীয় ইউনিটও প্রয়াত নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন।
১৮৮০ সালে সিরাজগঞ্জের ধানগড়ায় জন্ম নেওয়া ভাসানী কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
তাকে বর্তমান বাংলাদেশে ধর্মনিরপেক্ষ ও বামপন্থী রাজনীতির প্রবক্তা হিসেবে গণ্য করা হয়।
তিনি পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন, যা পরবর্তীতে আওয়ামী লীগ হয়।
তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নামে একটি প্রগতিশীল রাজনৈতিক সংগঠনও গঠন করেন।
আরও পড়ুন: মাওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী বুধবার
১ বছর আগে