পুকুরপাড়
বরিশালে পুকুরপাড়ে মিলল ৫ পাইপগান
বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরার রহমতপুর ইউনিয়ন থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রহমতপুর ইউনিয়ন পরিষদের খান বাড়ির পুকুরপাড় থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী রহিম মাঝি বলেন, ‘দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে তারা উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় খান বাড়ির নারীরা তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যাগ খেকে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
আরও পড়ুন: মাগুরায় দেশীয় পাইপগানসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, ‘উদ্ধারকরা অস্ত্রগুলো সম্পর্কে আমরা তদন্ত করে দেখছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
তবে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় এখনও কাউকে শনাক্ত বা আটক করা যায়নি বলে জানান তিনি।
২৯৬ দিন আগে
বেনাপোলে পুকুরপাড় থেকে ১৬টি ককটেল উদ্ধার
বেনাপোলের বালুন্ডা গ্রাম থেকে ১৬টি ককটেল উদ্ধার করেছে পোর্ট থানার পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ওই গ্রামের একটি পুকুরপাড় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুন্ডা গ্রামের একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে ১৬টি ককটেল করা হয়েছে। ককটেলগুলো লাল কস্টেপ দিয়ে মোড়ানো ছিল।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো নাশকতাও কাজে ব্যবহার করার জন্য সেখানে মজুদ করা হয়েছিল।
আরও পড়ুন: রাজশাহী রেল স্টেশনে ককটেল, আতঙ্কিত যাত্রীরা
যশোরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ২
গাইবান্ধায় ৮টি ককটেল ও ৬টি পেট্রলবোমা উদ্ধার
৭৪৮ দিন আগে