টহল দল মোতায়েন
নবম দফার অবরোধ: ১৬২ প্লাটুন বিজিবি, ৪৩৫ র্যাবের টহল দল মোতায়েন
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৬২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সর্বশেষ অবরোধের প্রথম দিনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শরিফুল ইসলাম জানান, সীমান্ত বাহিনীর অবশিষ্ট প্লাটুন অন্যান্য বাহিনীর পাশাপাশি সারাদেশে মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: অবরোধ: গাজীপুরে ট্রাকে আগুন, চালক দগ্ধ
অক্টোবরের শেষ থেকে বিরোধী দলগুলো অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে আধাসামরিক বাহিনীর সদস্যরা জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দায়িত্ব পালন করছেন।
বিজিবি প্লাটুনের পাশাপাশি সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪৩৫টি টহল দল মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে ঢাকায় ১৪১টি টহল দল মোতায়েন করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বলেন, দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করছে র্যাব।
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে এবং নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ সৃষ্টি করতে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো ইতোমধ্যে আট দফায় অবরোধ পালন করেছে।
অবরোধ চলাকালে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে, রাস্তার কর্মসূচিতে জনসাধারণের প্রতিক্রিয়া কিছুটা কম রয়েছে।
আরও পড়ুন: বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা আরেকটি অবরোধ চলছে
১১ মাস আগে
হরতাল: ১৬১ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৪২টি টহল দল মোতায়েন
বিএনপির ডাকা দেশব্যাপী হরতাল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১৬১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২২ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
এছাড়া যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ায় রাজধানীতে ১৪৬টি টহল দলসহ সারা দেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪৪২টি টহল দল মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ঢিলেঢালাভাবে চলছে সকাল-সন্ধ্যা হরতাল
গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলোর অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে বিজিবি ও র্যাবের সদস্যরা দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আরও পড়ুন: বৃহস্পতিবার দিনব্যাপী হরতাল পালন করবে বিএনপি
১১ মাস আগে
বিএনপি-জামায়াতের হরতাল: সারা দেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন
ঢাকা, ১৯ নভেম্বর (ইউএনবি)- বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (১৯ নভেম্বর) ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকায় র্যাবের ১৬০টি টিম মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি ও অন্যান্যদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, র্যাবের বাকি ৩০০ টহল দল অন্যান্য বাহিনীর পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয়েছে।
গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলো অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে এলিট ফোর্সের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়।
হরতালকে সামনে রেখে শনিবার (১৮ নভেম্বর) রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত দুর্বৃত্তরা একটি কমিউটার ট্রেনসহ অন্তত ৯টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের আগের রাতে ঢাকার গুলিস্তানে বাসে আগুন
১ বছর আগে