বাংলাদেশ ডিসাইডস
টিএসসিতে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ডিসাইডস: দ্যা ইয়ুথ স্পিকস’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস হলে বাংলাদেশ ডিসাইডস: দ্যা ইয়ুথ স্পিকসের (বিডিওয়াইএস) ট্রান্সফরমেটিভ কথোপকথন ইভেন্টের প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) হারনেট ফাউন্ডেশনের সৌজন্যে এবং হারনেট টিভির পরিচালনায় এটি অনুষ্ঠিত হবে।
হারনেট টিভির প্রতিষ্ঠাতা সিইও ও এমডি আলিশা প্রধানের নিজস্ব পরিকল্পনা ও ধারণা থেকে বাংলাদেশ ডিসাইডস: দ্যা ইয়ুথ স্পিকসের (বিডিওয়াইএস) মূল বিষয়টি নেওয়া হয়েছে।
বাংলাদেশের ইইউ দূতাবাসের সহ-প্রতিষ্ঠা ও সমর্থনে এটি একটি যুগান্তকারী অনুষ্ঠান। বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নের প্রতি তাদের অঙ্গীকারের একটি শক্তিশালী প্রমাণ এই অনুষ্ঠান।
বিডিওয়াইএস হারনেট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় একটি প্ল্যাটফর্ম। এর একমাত্র লক্ষ্য হলো- বাংলাদেশের তরুণদের মুখোমুখি হওয়া, বহুমুখী পরিচয় চ্যালেঞ্জগুলোকে অন্বেষণ করা ও মোকাবিলা করা।
ইভেন্টটি ১০টি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উজ্জ্বল ও মেধাবী তরুণদের একত্রিত করবে। এটি তাদের অন্তর্দৃষ্টি, আকাঙ্ক্ষা ও উদ্ভাবনী শক্তিগুলোকে বিকশিত করতে বাংলাদেশে তাদের একটি পল্যাটফর্ম তৈরি করে দেবে।
আরও পড়ুন: ১৬ দিনের প্রচারণা: বৃহত্তর ঢাকার জোন্টা ক্লাবের রাজধানীতে বৃক্ষরোপণ ও রিকশা র্যালির আয়োজন
বাংলাদেশের ফরাসি দূতাবাসের সহযোগিতায় ও রোটারি ক্লাব, ইউএনবি, হারনেট টিভি, সময় টিভি, বাংলাদেশ প্রতিদিন, গোল্ড স্যান্ডস হোটেল অ্যান্ড রিসোর্টস, কাজী অ্যান্ড কাজী টি, জাজ মাল্টিমিডিয়া, ঢাকা লাইভ, মেঘনা ব্যাংক, হারনেট ব্লিসমাইন্ড, জেসিআই, জোন্টা ইন্টারন্যাশনাল, সাভার টেক্স, ব্যাকপেজ পিআর অংশীদারদের সহায়তায় এ ইভেন্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি। অনুষ্ঠানটির সভাপতি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এস.এম. মাকসুদ কামাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন হারনেট টিভি ও হারনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আলিশা প্রধান।
আরও থাকবেন ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি ব্যারিস্টার সমীর সাত্তার, জোন্টা ইন্টারন্যাশনালের গভর্নর ড. জারিন দেলাওয়ার হুসেন, জেসিআইয়ের জাতীয় সভাপতি জিয়াউল হক ভূঁইয়া, হারনেট গ্রুপের উপদেষ্টা মনির প্রধান, মেঘনা ব্যাংকের এমডি মো. সোহেল হোসেন, রোটারির গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং আইটোর প্রেসিডেন্ট গোলাম মোস্তফাসহ অনেকে।
আরও পড়ুন: লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে জোন্টা ক্লাবের ১৬ দিনের প্রচারণা শুরু
এ ছাড়া অনুষ্ঠানটির অংশীদার সংস্থা হিসেবে থাকবেন জাজ মাল্টিমিডিয়াসহ দেশের গুণী ও বিখ্যাত সেলিব্রিটি। একইসঙ্গে দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকা সম্পর্কে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বক্তারা।
‘টেকসই আগামীর জন্য আজকের কণ্ঠস্বর’ স্লোগান নিয়ে ইভেন্টটির আয়োজন করা হয়েছে। হারনেট ফাউন্ডেশন ‘বিডিওওয়াইএস ফোরাম’ প্রতিষ্ঠার মাধ্যমে এই তরুণ অংশগ্রহণকারীদের আরও সম্পৃক্ত করতে এবং পৃষ্ঠপোষকতা দিতে প্রস্তুত। এটি বাংলাদেশের জন্য প্রগতিশীল ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অবদান রাখবে।
হারনেট টিভি ২০১৮ সালে বিশ্বের প্রথম নারীদের কল্যাণে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো ‘নারীদের জন্য বৈষম্যমুক্ত সমন্বিত বিশ্ব’।
নারী অধিকার, নারীর ক্ষমতায়ন ও বঞ্চিত, বৈষম্যহীন, অটিস্টিক সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের বাস্তব বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান এবং সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সঙ্গে মানবাধিকারের উপর গুরুত্বারোপ করে হারনেট টিভি। এ ছাড়াও হারনেট ফাউন্ডেশন এসডিজির লক্ষ্য-২০৩০ এগিয়ে নিতে সব কর্মসূচি পরিচালনা করে।
আরও পড়ুন: চট্টগ্রামে অনুষ্ঠিত হল জোন্টা আন্তর্জাতিক জেলা-২৫ প্রথম সভা
১ বছর আগে