হুমকিদাতা
রাজশাহীতে চিত্রনায়িকা মাহিকে হুমকিদাতাকে শোকজ
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফেসবুক লাইভে এসে জুতাপেটা করার হুমকিদাতাকে নির্বাচন অনুসন্ধান কমিটি ও রাজশাহীর জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শোকজ করেছেন।
বিচারক আবু সাঈদ রবিবার (২৪ ডিসেম্বর) এ শোকজ নোটিশ জারি করেন।
এতে নৌকার প্রার্থী ফারুক চৌধুরীর সমর্থক বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলার কথিত সাধারণ সম্পাদক পরিচয় দানকারী মাহাবুর রহমান মাহামকে আগামী ২৭ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে।
মাহাম এর আগে গতকাল শনিবার রাতে তার ফেসবুক আইডি থেকে লাইভ করে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটা করার হুমকি দেন।
পাশাপাশি মাহি ওই আসনের নৌকার প্রার্থী ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোকের যোগ্য নন বলেও দাবি করেন মাহাম।
এদিকে, এই ভিডিও ছড়িয়ে পড়ার পর শনিবার রাতে তানোর থানায় মাহিয়া মাহি নিজে উপস্থিত হয়ে ফেসবুকে ভিডিও পোস্টকারী মাহাবুরের বিরুদ্ধে অভিযোগ করেন।
আরও পড়ুন: রাজশাহী-১ আসন: ওমর ফারুক-মাহির মধ্যে চলছে কথার লড়াই
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘হুমকির অভিযোগ অধর্তব্য অপরাধ। এ কারণে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শোকজ নোটিশে বলা হয়, ‘গত ২৩ ডিসেম্বর রাত ১০টা ৫০ মিনিটে মাহাবুর নামক ফেসবুক আইডি থেকে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি’র নির্বাচনী প্রচারণায় বাধাগ্রস্ত করার জন্য তার সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানসম্মান হানিকর বক্তব্য প্রকাশ করেছেন। ভবিষ্যতে প্রচারণা চালালে মাহিকে জুতাপেটা করা ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার হুমকিসহ যে কোনো বড় ধরনের ক্ষতি করবেন বলে ওই ভিডিওতে প্রকাশ করেন।
ওই আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১ (ক) লঙ্ঘন করেছেন। যা নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।
এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা সশরীরে আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে উপস্থিত হয়ে ব্যাখা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
আরও পড়ুন: নির্বাচনী প্রতীক হিসেবে 'ট্রাক' পেলেন অভিনেত্রী মাহি
নির্বাচনী কার্যক্রম শুরু করলেন মাহি
১১ মাস আগে
'নির্বাচন বানচালের হুমকিদাতারা অতীতে ক্ষমতার অগণতান্ত্রিক পরিবর্তনের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছে'
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, অতীতে কিছু বিরোধী দল ক্ষমতার অগণতান্ত্রিক পরিবর্তনের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছে সেই বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার গঠন না করলে আসন্ন সাধারণ নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সচিবালয়ে কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের (পিইএএম) সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত বলেও মিশনকে অবহিত করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচন নাগরিকদের জন্য একটি উৎসবমুখর অনুষ্ঠান এবং বাংলাদেশে ভোটারদের অংশগ্রহণ সাধারণত অনেক বেশি।
শাহরিয়ার আলম বলেন, বর্তমান সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ব্যাপক অংশগ্রহণকে উৎসাহিত করে এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রকৃত মাপকাঠি হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ।
আরও পড়ুন: বাংলাদেশে মানবাধিকার নিয়ে জাতিসংঘের বিশেষ দূতের মন্তব্য 'মিথ্যা ও বানোয়াট': পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রতিনিধি দলের নেতা লিনফোর্ড অ্যান্ড্রুজ বলেন, কমনওয়েলথ ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও সামগ্রিক এবং এর মধ্যে বিস্তৃত বিষয় রয়েছে।
তিনি বলেন, নির্বাচন পরবর্তী সহায়তা প্রদানের জন্য তার সংগঠন ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী সকল বিদেশি নির্বাচন পর্যবেক্ষককে সরকারের সহযোগিতা প্রদানে প্রস্তুত থাকার কথা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
তিনি উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কমনওয়েলথ ব্যবস্থায় বৃহত্তর ভূমিকা পালনে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সফররত প্রতিনিধি দলকে অবহিত করেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশে 'অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য' নির্বাচন আয়োজনে অংশীজনদের প্রতি জাতিসংঘের আহ্বান
তিনি বলেন, বর্তমান সরকার তার গণতান্ত্রিক বাধ্যবাধকতা সম্পর্কে পুরোপুরি সচেতন। একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তরিকভাবে কাজ করতে একটি স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
বর্তমান সরকার বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার তালিকা প্রণয়ন, স্বচ্ছ ব্যালট বাক্স প্রবর্তন, নির্বাচন কমিশনকে পূর্ণ বাজেটের স্বাধীনতা প্রদান করেছে। এছাড়া নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিচারকের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটির ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়নের মতো নির্বাচনী সংস্কারের কাজও শুরু করেছে।
কমনওয়েলথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন চার দিনের সফরে বাংলাদেশে এসেছে।
তারা দেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করবেন এবং কমনওয়েলথ মহাসচিবের কাছে সুপারিশ করবেন।
এরপর কমনওয়েলথ মহাসচিব পর্যবেক্ষক মিশন পাঠাবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন: কল্পনা প্রসঙ্গে ব্লিঙ্কেনের বক্তব্যের ব্যাখ্যা চাইবে ঢাকা
১ বছর আগে